ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম সড়কে যানজট ॥ ফাঁকা ঢাকা-মাওয়া

প্রকাশিত: ০৭:০৫, ২৩ জুন ২০১৭

ঢাকা-চট্টগ্রাম সড়কে যানজট ॥ ফাঁকা ঢাকা-মাওয়া

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কের গজারিয়া অংশের মেঘনা সেতু থেকে বাউশিয়া পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এই যানজট ছিল দিনভর। বুধবার রাতভর থেমে থেমে যানজট থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে তা তীব্র আকার ধারণ করে। গজারিয়া অংশের প্রায় পুরোটা জুড়েই মহাসড়কের উভয় পাশে যানজট রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে যানজটের তীব্রতা আরও বাড়ছে। দীর্ঘক্ষণ যানজটে আটকে ভোগান্তিতে পড়ছেন ঈদে ঘরমুখো মানুষ। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই মোঃ হাসেম উদ্দিন জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি। যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। অপরদিকে ঢাকা-মাওয়া মহাসড়কের চিত্র সম্পূর্ণ ভিন্ন। দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশ দ্বার শিমুলিয়া ঘাটস্থ বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, বৃহস্পতিবার সকালে ছোট গাড়ির চাপ কিছুটা থাকলেও এখন ঘাট ফাঁকা। যাত্রীবাহী গাড়ি না থাকায় এখন আমার পণ্যবাহী ট্রাক পার করছি। তিনি আরও বলেন ঈদে যাত্রীদের নির্বিঘেœ পারাপার করার জন্য এবার ৪টি রো রো ফেরিসহ ১৮টি ফেরি বহরে রয়েছে। তাছাড়া নৌ পথের দূরত্ব ৫ কিলোমিটার কমে যাওয়ায় ফেরির ট্রিপ সংখ্যাও বেড়ে গেছে। তাই যানবাহন পারাপারে ফেরি সেক্টরে তেমন কোন সমস্যা হবে না। যাত্রীরা নির্বিঘেœই বাড়ি যেতে পারবেন। তবে শুক্রবার এ ঘাটে একটু যানবাহনের চাপ বেড়ে যেতে পারে। ইঞ্জিনিয়ার মেসবাহ ইস্টার্ন ভার্সিটির নয়া চেয়ারম্যান ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) ফাউন্ডেশনের ১৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ধানম-িতে অনুষ্ঠিত হয়েছে। এতে ২০১৭-১৮ বছরের জন্য ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি তাকাফুল ইসলামী ইন্সুরেন্সের চেয়ারম্যান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সেন্ট্রাল হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। সদ্য বিদায়ী চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় ইইউ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কাসেম হায়দার, অধ্যাপক ড. এ.কে.এম. সাইফুল মজিদ, অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন আনোয়ার হোসাইন চৌধুরী। -বিজ্ঞপ্তি
×