ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ-প্রোটিয়া দ্বিতীয় টি২০ আজ

প্রকাশিত: ০৬:৪৭, ২৩ জুন ২০১৭

ইংলিশ-প্রোটিয়া দ্বিতীয় টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ টানা জয়ের ধারায় রাশ টেনে ধরেছিল পাকিস্তান। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মের তুঙ্গে থাকা ইংল্যান্ড ক্রিকেট দল সেমিফাইনালে উঠেছিল অপরাজিত থেকে। এ টুর্নামেন্টের আগে ১২ ওয়ানডের মধ্যে দেখেছিল মাত্র একটিতে পরাজয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষটি হেরে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে তারা। সেই ইংল্যান্ড ফেবারিট থেকেও একটি বাজে ম্যাচ খেলার খেসারত দিয়েছিল পাকদের কাছে সেমিতে হেরে গিয়ে। তবে ২০১৬ টি২০ বিশ্বকাপের রানার্সআপ ইংল্যান্ড টি২০ সিরিজ শুরু করেছে জয় দিয়ে। সাউদাম্পটনের রোজ বোলে অনুষ্ঠিত প্রথম টি২০ ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ইয়ন মরগানের দল। জনি বেয়ারস্টোর বিধ্বংসী ব্যাটিংয়ে ৩৩ বল হাতে রেখেই জয় পায় ইংলিশরা। আজ টন্টনে দ্বিতীয় টি২০ ম্যাচে সিরিজ বাঁচানোর লড়াই এবি ডি ভিলিয়ার্সদের। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে। ভিলিয়ার্স অবশ্য প্রত্যয় জানিয়েছেন ঘুরে দাঁড়ানোর। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ভিলিয়ার্সের দল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের আগেই ইংল্যান্ড সফরে এসেছিল তারা। কিন্তু ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায়। এবার টি২০ সিরিজও পরাজয় দিয়েই শুরু হয়েছে। রোজ বোলে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল প্রোটিয়া শিবির। কিন্তু মাত্র ৭ রানে দুই ওপেনার জন-জন স্মুটস (০) এবং রিজা হেনড্রিকস (৩) বিদায় নিলে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩২ রানে বিদায় নেন আক্রমণাত্মক ডেভিড মিলারও (৯)। ফলে বিপদে পড়ে প্রোটিয়ারা। সেখান থেকে দলকে আর বড় ঝামেলায় পড়তে দেননি অধিনায়ক ভিলিয়ার্স ও ফারহান বেহারডিয়েন। দু’জন মিলে অবিচ্ছিন্ন থেকে ১১০ রানের জুটি গড়েন। ভিলিয়ার্স ৫৮ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৫ এবং বেহারডিয়েন ৫২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন। ৩ উইকেটে ১৪২ রানের সাদামাটা একটি ইনিংস পায় দক্ষিণ আফ্রিকা। মার্ক উড নেন ২ উইকেট। জবাব দিতে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা দেন জেসন রয় ও এ্যালেক্স হেলস। তবে জেসন ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে বিদায় নেন। এরপর বেয়ারস্টো এসে ঝড় তোলেন। তার বিস্ফোরক ব্যাটিংয়ে ১৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪৩ রান তুলে জয় পেয়ে যায় ইংলিশরা। হেলস ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৭ এবং বেয়ারস্টো ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রানে অপরাজিত ছিলেন। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। আজ টন্টনে সিরিজ বাঁচানোর প্রত্যয়ে নামবে প্রোটিয়া শিবির। কিন্তু এখনও বিচলিত হচ্ছেন না অধিনায়ক ভিলিয়ার্স। তিনি বলেন, ‘এখনই সবকিছু ধুলোয় লুটিয়ে যায়নি এবং সব শেষ হয়ে যায়নি। আমরা টন্টনে যাব এবং সব দক্ষিণ আফ্রিকানদের মতোই আমরাও লড়াই করব। পরবর্তী ম্যাচে অবশ্যই অনেক ভাল পারফর্মেন্স প্রত্যাশা করছি। ফলাফল অবশ্যই আমাদের জন্য সুখকর নয়।’ প্রথম টি২০ ম্যাচে দারুণ জয়ের পর বেশ সন্তুষ্ট ইংলিশ অধিনায়ক মরগান। বিশেষ করে ২০ বছর বয়সী তরুণ লেগস্পিনার ম্যাসন ক্রেনের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন তিনি। অভিষেক হওয়া এ তরুণ ৪ ওভারে মাত্র ২৪ রান দেন। এ বিষয়ে মরগান বলেন, ‘আমরা জানতাম তার সামর্থ্য ও যোগ্যতা আছে। তার বেশ ভাল দক্ষতা রয়েছে এবং ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানের বিরুদ্ধেও ভাল করেছে। সব বোলার মিলেই অবিশ্বাস্য ভাল নৈপুণ্য দেখিয়ে দ্রুত উইকেট তুলে নিয়েছিল। আর বেয়ারস্টো সবসময়ই দলের জন্য এমনটা করে থাকে। এটি দলের জন্য বেশ ভাল হয় সবসময়।’
×