ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুরগি ধরার মতো রোগী ধরা হয়

কলাপাড়ায় চিকিৎসা বাণিজ্য জমজমাট ॥ দালালের ছড়াছড়ি

প্রকাশিত: ০৬:৪১, ২২ জুন ২০১৭

কলাপাড়ায় চিকিৎসা বাণিজ্য জমজমাট ॥ দালালের ছড়াছড়ি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ জুন ॥ জমজমাট চিকিৎসা বাণিজ্য চলছে কলাপাড়ায়। আর এতে প্রাণ যাচ্ছে সাধারণ রোগীর। স্বাস্থ্য বিভাগের তদারকির অভাবে সাধারণ মানুষ প্রাণহানির পাশাপাশি শিকার হচ্ছে অপচিকিৎসার। প্রভাবশালী মহল চিকিৎসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ফ্রি-স্টাইলে। আর এর সঙ্গে জড়িত রয়েছে স্বার্থান্বেষী চিকিৎসক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এসব দেখভালের কেউ নেই। সব চলছে যার যার মতে। সবশেষ কলাপাড়া পৌরশহরের আলেয়া ক্লিনিকে সাড় সাত মাসের অন্তঃসত্ত্বা কৃষক বধূ জুলেখা বেগমের গর্ভপাত করাতে গিয়ে প্রাণ দিতে হয়েছে। পুলিশ এ ঘটনায় ওই ক্লিনিকের মালিকসহ চার জনের নামে মামলা নিয়েছে। দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ক্লিনিকটি বন্ধ রয়েছে। তিন সদস্যের কমিটি তদন্ত করছে। তাও নানা বাহানার পরে। ইতোপূর্বে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা নিতে এসে প্রাণ গেছে ছলিমপুর গ্রামের সাথী রানী, রজপাড়ার নুপুর, পৌরশহরের তামান্না রহমান কেকার। জানা গেছে, কলাপাড়া পৌর শহর, মৎস্যবন্দর আলীপুর-মহিপুর, বাবলাতলা ও কুয়াকাটায় অন্তত ১৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। যথাযথ কাগজপত্র না থাকলেও স্বাস্থ্য বিভাগকে ম্যানেজ করে এসব চলছে। গরু বেচাকেনার হাটের মতো রোগীদের নিয়ে চলছে চিকিৎসা ব্যবসা। আবার এক জায়গার কাগজ দিয়ে অন্য জায়গায় যেমন মহিপুরে চলছে দুটি ক্লিনিক। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত নার্স, ব্রাদার, টেকনিশিয়ান, ল্যাব সহকারীদের অনেকের প্রশিক্ষণ সনদ নেই। এসব চিকিৎসা বাণিজ্য কেন্দ্রের দালালরা সরকারী হাসপাতালের ভেতরে ও গেটে, খেয়াঘাট, বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে মুরগি ধরার মতো রোগীদের নিয়ে যায়। এরপর ডাক্তারদের খবর দিয়ে ইচ্ছামতো প্রেসক্রিপশন ধরিয়ে দেয়। যেখানে সবচেয়ে বড় বিষয় পরীক্ষা। রোগীর যেসব কমপ্লেন নেই তারও পরীক্ষা-নীরিক্ষা করার এন্তার অভিযোগ রয়েছে। রোগী টানাটানি নিয়ে স্বাস্থ্য প্রশাসনের নাকের ডগায় দালালে দালালে হাতাহাতি ও চুলোচুলির ঘটনাও ঘটেছে। কিন্তু স্থানীয় স্বাস্থ্য প্রশাসন গভীর ঘুমে বিভোর থাকায় এসব দেখছে না। ইতোপূর্বে ভ্রাম্যমাণ আদালত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করে কারাদ- প্রদান করেন। এসব প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অবৈধ গর্ভপাতের অভিযোগ রয়েছে অসংখ্য। কলাপাড়া হাইস্কুল মাঠে সম্প্রতি প্রাইভেট ক্লিনিকের অবৈধ গর্ভপাতের ফসল নবজাতকের লাশ নিয়ে কুকুরে টানাটানির পর তৎপর হয়ে ওঠে প্রশাসন।
×