ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিবিএস কেবলের আইপিও লটারি আজ

প্রকাশিত: ০৬:৩৬, ২২ জুন ২০১৭

বিবিএস কেবলের আইপিও লটারি আজ

স্থির মূল্য পদ্ধতিতে অনুমোদন পাওয়া বিবিএস কেবলের লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। জানা গেছে, ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এই লটারি ড্র অনুষ্ঠিত হবে। আইপিও অনুমোদন পাওয়া বিবিএস কেবলস লিমিটেডের আবেদন নেয়া শুরু হয় ২৩ মে। চলে ৪ জুন পর্যন্ত। আলোচ্য সময়ে কোম্পানিটির আইপিওতে প্রায় ৪৮ গুণ আবেদন জমা পড়েছে। গত ১৩ এপ্রিল কোম্পানিটির আইপিও অনুমোদন দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আইপিওতে কোম্পানিটি অভিহিত মূল্য ১০ টাকা দরে শেয়ার বিক্রি করে। বাজারে ২ কোটি শেয়ার বিক্রির মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, ভবন নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় হবে। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল টির তৃতীয় প্রান্তিক প্রকাশ পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। ৯ মাসে (জুলাই-মার্চ) কোম্পানির (এ্যাডজাস্ট) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪২ পয়সা। যা এর আগের বছর ছিল ৯ টাকা ৫৩ পয়সা। এ সময় শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৪৪ টাকা ৩ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১২৮ টাকা ৪২ পয়সা। কোম্পানিটির ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ১৬) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৯১ পয়সা। যা এর আগের বছর ছিল ২৪ টাকা ৫৪ পয়সা। এ সময় শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৬০ টাকা ৫৭ পয়সা। গত বছরের একই সময় যা ছিল ১৪৩ টাকা ৪২ পয়সা। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×