ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ঢাকা-সিলেট সড়কে দীর্ঘ জট ॥ যাত্রী ভোগান্তি

প্রকাশিত: ০৬:৩৯, ২১ জুন ২০১৭

রূপগঞ্জে ঢাকা-সিলেট সড়কে দীর্ঘ জট ॥ যাত্রী ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) নামে দুটি মহাসড়কে এখন নিত্যদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। মঙ্গলবার দুুপুর-বিকেল পর্যন্ত এ দুই মহাসড়কের উভয় দিকে ১৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। উভয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ার কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়েছে শত শত যানবাহন। ভোগান্তির শিকার হয়েছেন যাত্রী। পরিবহন শ্রমিকদের অভিযোগ, কাগজপত্র দেখার নামে পরিবহন থেকে চাঁদা আদায়, সড়কে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠানামা, ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়া, অহেতুক যানবাহনে রেকার লাগানো, সড়কে বড় বড় গর্ত, ফুটপাথ ও ভুলতা ফ্লাইওভারের নির্মাণ কাজ নিয়ম না মেনে করার কারণে এ যানজট সৃষ্টি হচ্ছে। তবে পুলিশের দাবি, দুটি মহাসড়কের যানজট নিয়ন্ত্রণ রাখতে ট্রাফিক পুলিশের একজন সার্জেন্টসহ তিন পুলিশ সদস্য ও কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একজন এসআইসহ তিন পুলিশ সদস্য দেয়া হয়েছে। আর এদের নিয়ন্ত্রণ করছেন ট্রাফিক পুলিশের এক ইন্সপেক্টর। অল্প কিছু সংখ্যক পুলিশ সদস্যর কারণে যানজট নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ঈদে যানবাহনের চাপ অতিরিক্ত হওয়ায় যানজট লেগে যাচ্ছে। তারপরও লোকবল বাড়িয়ে যানজট অনেকটা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত এক আহত ১০ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২০ জুন ॥ ফুলছড়ি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অতর্কিত হামলায় গুলিবিদ্ধ হয়ে আজাহার আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার ওই সংঘর্ষের পর আহত আজাহার আলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। মঙ্গলবার ভোরে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি আদর্শ গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। ওইদিন ভোরে খোলাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের লোকজন একই গ্রামের লাল মিয়ার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আজাহার আলী গুলিবিদ্ধ এবং অন্য ১০ জন আহত হয়। পুলিশ জানান, জমি সংক্রান্ত বিরোধে মঙ্গলবার খোলাবাড়ি গ্রামের আব্দুস সাত্তার লোকজন নিয়ে লাল মিয়ার পরিবারের ওপর হামলা চালায়।
×