ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইডিআরএ দুজন পরিচালক নিয়োগ

প্রকাশিত: ০৭:০১, ১৯ জুন ২০১৭

আইডিআরএ দুজন পরিচালক নিয়োগ

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে (আইডিআরএ) দুজন পরিচালক নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এরা হলেন- এসএস তারিক এবং কামরুল হক মারুফ। দুই পরিচালক ইতোমধ্যে কাজে যোগ দিয়েছেন বলে রবিবার আইডিআরএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৩০ মে আইডিআরএ’র পরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে এসএস তারিক এবং কামরুল হক মারুফকে নিয়োগ দেয়। নিয়োগ দেয়ার পর তাদের ২০তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণ করতে হয়। গত ৮ জুন তাদের এ কোর্স সম্পন্ন হয় বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে জানানো হয়। গত ১১ জুন নিয়োগপ্রাপ্ত এসএস তারিক এবং কামরুল হক মারুফ আইডিআরএ’র পরিচালক হিসেবে যোগদানপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। -অর্থনৈতিক রিপোর্টার শুল্ক না কমালে চালের বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় রাজধানীতে আরেক দফা বেড়েছে সব ধরনের চালের দাম। রয়েছে মজুদের ঘাটতিও। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কর না কমালে বিদেশ থেকে চাল এনেও বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই ঈদের পর আরেক দফা চালের দাম বাড়ার শঙ্কা তাদের। কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের বাজার। গরিবের মোটা চাল কিনতেই আজকাল খরচ হচ্ছে অন্তত অর্ধশত টাকা। সেই সঙ্গে শুরু হয়েছে নতুন উদ্বেগ, চালের সরবরাহ ঘাটতি। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাবমতে, দেশে এখন চালের সরকারী মজুদ রয়েছে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টন, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। মজুদ ঘাটতি রয়েছে বেসরকারী পর্যায়েও। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা প্রাকৃতিক দুর্যোগ ও ধানের ব্লাস্ট রোগকে দায়ী করছেন। আর এ অজুহাতে দফায় দফায় বাড়ানো হচ্ছে চালের দাম। পরিস্থিতি সামাল দিতে আমদানির ঘোষণা দিয়েছে সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন, শুল্ক না কমালে বিদেশ থেকে এনেও দাম কমানো সম্ভব হবে না। -অর্থনৈতিক রিপোর্টার
×