ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে তা কেউ দাবিয়ে রাখতে পারবে না ॥ মতিয়া চৌধুরী

প্রকাশিত: ০৫:৫৮, ১৯ জুন ২০১৭

শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগোচ্ছে তা কেউ দাবিয়ে রাখতে পারবে না ॥ মতিয়া চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৮ জুন ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির পিতা, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ সামনের দিকে যেভাবে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে কেউ তা আর দাবিয়ে রাখতে পারবে না। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। তিনি রবিবার দুপুরে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কৃষিমন্ত্রী জঙ্গীবাদকে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। বাংলার মাটিতে শেখ হাসিনা জঙ্গীবাদকে মোকাবেলা করে চলছেন, আরও মোকাবেলা করবেন এবং এই দেশের মাটিতে তাদের অপকৌশল কোনভাবেই সফল হতে দেবেন না। তিনি বলেন, জঙ্গীদের কেউ আশ্রয় দেবেন না। এরা দেশের শান্তি বিনষ্ট করছে। জঙ্গীবাদকে ঘৃণা করুন। জঙ্গীরা শোলাকিয়া ঈদগাহ মাঠে, আশকোনায় ও দেশের বিভিন্ন স্থানে সুইসাইড হামলা চালিয়েছে। তারা নিজের সন্তানকে ক্ষতবিক্ষত করেছে। এদের থেকে সাবধান থাকুন। আমরা জানি এদের সোর্স হলো আমেরিকা। এরাই লাদেন বানিয়েছে, এরাই আবার লাদেনকে খুন করেছে। এরা সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। এদের সমন্ধেও আমাদের চিন্তাভাবনা করার সময় আসছে। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা এ স্বাধীনতা মাগনা পাইনি। ত্রিশ লাখ শহীদের রক্ত দিয়ে পেয়েছি। আমাদের জাতির পিতা ১৪ বছর কারা অভ্যন্তরে কাটিয়েছেন। দুইবার হাসিমুখে ফাঁসির মঞ্চে গিয়েছেন। কাজেই আল্লাহর রহমতে এ দেশকে কেউ আর দাবিয়ে রাখতে পারবে না। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন সুখী দেশগুলোর মধ্যে অন্যতম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা ও গর্ভকালীন ভাতা দিচ্ছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন, ততদিন গরিব-অসহায়দের পাশে থাকবেন। তাই তো তিনি এতিমদের ইফতার পার্টিতে এতিম শিশুকে নিজ হাতে খাইয়েছেন। অন্যদিকে বেগম খালেদা জিয়া এতিমদের ইফতার পার্টিতে শুধু এতিমদের সামনে দিয়ে হেঁটে গেছেন। এই তো দুইজনের মধ্যে পার্থক্য। ওইসময় তার সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক ডঃ মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, কৃষি বিভাগের কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে, শাড়ি ও গরিব-অসহায়দের মাঝে ট্রাউজার এবং শার্ট বিতরণ করেন।
×