ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লাফার্জ সুরমার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৭, ১৬ জুন ২০১৭

লাফার্জ সুরমার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড চলতি হিসাব বছরের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, বছরের প্রথম ৫ মাস তথা গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ের ব্যবসায়িক পারফর্মেন্সের ভিত্তিতে এ লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানিটির হিসাব বছর শুরু হয় ১ জানুয়ারি, শেষ হয় ৩১ ডিসেম্বর। কোম্পানির তথ্য মতে, ৩১ মে শেষে ৫ মাসে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩০ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৬৭ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৪২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৫২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ৬৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৩ টাকা ৩ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার ফার্স্ট ফাইন্যান্সের এজিএম স্থগিত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৬ মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির একজন শেয়ারহোল্ডার আদালতে রিট আবেদন করেন। এই রিট আবেদনের শুনানি শেষে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগ কোম্পানির এজিএম স্থগিতের নির্দেশ দেয়। বৃহস্পতিবার ১৫ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×