ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ-ভুবনেশ্বরও কিন্তু আছেন

প্রকাশিত: ০৭:১০, ১৫ জুন ২০১৭

মুস্তাফিজ-ভুবনেশ্বরও কিন্তু আছেন

শাকিল আহমেদ মিরাজ ॥ বুধবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন বিরাট কোহলি। সময়ের ভয়ঙ্কর এই ব্যাটসম্যানের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার মিশনে ফেবারিট ভারত। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং প্রত্যেকে যার যার পজিশনে অন্যতম সেরা। অন্যদিকে ড্যাশিং তামিম ইকবালের দুরন্ত ফর্ম সাবেক ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে খুব করে ভাবাচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরিতে সেই ভাবনটা আরও বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশিরভাগ ম্যাচে যেভাবে রান হচ্ছে তাতে অনেকে ধরেই নিয়েছেন আলোচিত বাংলাদেশ-ভারত সেমির দ্বৈরথে স্পটলাইটে থাকবেন তামিম-কোহলিরা। কিন্তু বৃষ্টিপ্রবণ বার্মিংহামের এজবাস্টনে পেসাররাই দৃশ্যপট বদলে দিতে পারেন। এখানে গ্রুপপর্বের চার ম্যাচের সব কটিতে বৃষ্টি বাগড়া বাধিয়েছিল। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফয়সালা হওয়া প্রতিটি ম্যাচেই দাপট দেখিয়েছেন পেসাররা। উন্মাদনার ম্যাচে আজ তাই ‘ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন মুস্তাফিজুর রহমান এবং ভুবনেশ্বর কুমার। সেই আইপিএল হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির এ পর্যায়ে দুর্দান্ত ফর্মে ভুবনেশ্বর, অন্যদিকে নিজের দিনে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ কি করতে পারেন সেটিও বোধ হয় নতুন করে বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ ভাল করছে। প্রথমবারের মতো সেমিতে উঠে ইতিহাস গড়েছে মাশরাফি বিন মর্তুজার দল। কিন্তু কিছুতেই নিজেকে খুঁজে পাচ্ছেন না মুস্তাফিজ। গ্রুপপর্বে তিন ম্যাচে ১৩০ রান দিয়ে উইকেট মাত্র ১টি। অথচ ‘দ্য ফিজ’ জ্বলে উঠলে কি হতে পারে? সেটি ভারতীয়রাই সবচেয়ে ভাল করে জানে। ২০১৫’র ১৮ জুন ঢাকায় অভিষেক ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৫ উইকেট, পরের ম্যাচে ৬। পরেরটিতে ২। তিন ম্যাচে রেকর্ড ১৩ উইকেট। এরপর আইপিএল মাতিয়ে ‘দ্য ফিজ’ খেতাব পাওয়া মুস্তাফিজের ২১ ওয়ানডেতে শিকার ৪৪ উইকেট। ২১ বছর বয়সী বাঁহাতি পেসারের কাটার-সেøায়ারে দিশেহারা বিশ্বের তাবত সব রাঘব বোয়াল উইলোবাজ। সেমিতে পা রেখেই ইতিহাসের অংশ হয়ে যাওয়া বাংলাদেশের হয়ে আজ স্মরণীয় কিছু করে দেখাতে চান মুস্তাফিজ, ‘দেশের মাটিতে, বিশেষ করে উপমহাদেশের পিচে আমার কাটার যেভাবে কাজ করে এখানে সেটা করছে না। তবে আমি চেষ্টা করছি। ছন্দ ফিরে পেতে কি করতে হবে সেটি নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। সেমিতে ভারতের বিপক্ষে ম্যাচটার জন্য তাতিয়ে আছি। নিজের ওপর আস্থা আছে। আশা করছি ভাল কিছু করব।’ ভুবনেশ্বরের গল্পটা ভিন্ন। ইনজুরি ও ফর্মহীনতায় গত বছর মাত্র দুটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছেন। এবারের আইপিএলে মুস্তাফিজ যখন ম্যাচের পর ম্যাচ হায়দরাবাদের ড্রেসিং রুমে বসে কাটিয়েছেন তখন একই দলের হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন ভুবনেম্বর। ১৪ ম্যাচে নিয়েছেন রেকর্ড সর্বোচ্চ ২৬ উইকেট। সে কারণেই জায়গা করে নিয়েছেন গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির (জাতীয়) দলে। আইপিএলে ফর্মের সে ধারা চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনেও অব্যাহত রেখেছেন ২৭ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ রান দিয়ে ৩ উইকেট, বাংলাদেশের বিপক্ষে ১৩ রানে ৩ উইকেট নেন ভুবনেশ্বর। মূলপর্বে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে শিকার একটি করে। আর ‘ডু অর ডাই’ হয়ে ওঠা গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রান দিয়ে নেন ২ উইকেট। দারুণ জয়ে সেমির টিকেট নিশ্চিত করে ভারত। মেঘলা কন্ডিশনে দ্রুতগতির পিচে ভুবনেশ্বর কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, কেনিংটন ওভালে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেই বাংলাদেশী ব্যাটসম্যানরা সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে। সেদিন ৫ ওভারে দিয়েছিলেন মাত্র ১৩ রান, একে একে সাজঘরে ফিরিয়েছিলেন ইমরুল কায়েস, সাকিব ও মাহমুদুল্লাহকে। ৬২ ওয়ানডের ক্যারিয়ারে ভুবির শিকার সংখ্যা ৬৫।
×