ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভ্যাট হার ১২ শতাংশ করার দাবি আইবিএফবির

প্রকাশিত: ০৬:৪৪, ১৫ জুন ২০১৭

ভ্যাট হার ১২ শতাংশ করার দাবি আইবিএফবির

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন আইনে ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করার দাবি জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি)। এই ৩ শতাংশ ভ্যাট কমালে যে ঘাটতি হবে তা পূরণে বিড়ি, সিগারেট, বীমা ও মোবাইল কোম্পানির ওপর করহার বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। বুধবার বিকেল জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইবিএফবির সভাপতি হাফিজুর রহমান খান। হাফিজুর রহমান খান বলেন, দক্ষিণ এশিয়ার দেশ ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কায় গড় ভ্যাটের পরিমাণ ১৩ দশমিক ৫ শতাংশ। এশিয়ার নিম্ন আয়ের দেশগুলোতেও গড় ভ্যাটের হার ১১ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে বিশ্বের ১৯০টি দেশের গড় ভ্যাটের হারও ১৩ দশমিক ৮ শতাংশ। নির্বাচন কমিশন ও টেলিটকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ও টেলিটক বাংলাদেশের মধ্যে সম্প্রতি কর্পোরেট সেবা গ্রহণ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় নির্বাচন কমিশনের কর্মকর্তাগণের জন্য টেলিটকের ৭৯৮টি ৩জি কর্পোরেট সিম বিনামূল্যে দেয়া হয়। চুক্তিতে নির্বাচন কমিশনের পক্ষে উপসচিব (সাধারণ সেবা) এবং টেলিটকের পক্ষে উপমহাব্যবস্থাপক (কর্পোরেট সেলস্) স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব, অতিরিক্ত সচিব, এনআইডি প্রকল্পের ডিজি, টেলিটকের ভারপ্রাপ্ত এমডিসহ উভয়পক্ষের উচ্চপদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ৪১ শতাংশ অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে (প্রথম ৯ মাসে) ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট ২৫ হাজার ৮৪৩ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেনের তুলনায় ৪১ দশমিক ৪৯ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংবিষয়ক সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, গত ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে ইন্টারনেট ব্যাংকিংয়ে ১৮ হাজার ২৬৫ কোটি টাকা লেনদেন হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ মেয়াদে) ইন্টারনেট ব্যাংকিংয়ে মোট ৯ হাজার ১৭২ কোটি টাকা লেনদেন হয়েছে; যা আগের যে কোন প্রান্তিকের তুলনায় বেশি। প্রসঙ্গত, ওয়েব ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং নামেও পরিচিত ইন্টারনেট ব্যাংকিং। ব্যাংকের নির্দিষ্ট শাখার অধীনে অনলাইন বা ইন্টারনেট হিসাব চালানো যায়। তবে এ মাধ্যমে লেনদেনের জন্য ব্যাংকের শাখায় যাওয়ার প্রয়োজন পড়ে না। প্রথাগত পদ্ধতির বাইরে মোবাইল বা কম্পিউটারের সাহায্যে ইন্টারনেট ব্যাংকিং করা হয়।
×