ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাত্র ১০ মাস আগে বিয়ে করেছিলেন ক্যাপ্টেন তানভির

প্রকাশিত: ০৬:২১, ১৫ জুন ২০১৭

মাত্র ১০ মাস আগে বিয়ে করেছিলেন ক্যাপ্টেন তানভির

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১৪ জুন ॥ ক্যাপ্টেন তানভির ছালাম শান্ত পটুয়াখালীর বাউফল উপজেলার কালীশুরী ইউনিয়নের সিংহের কাঠি গ্রামের মোল্লা বাড়ির মোঃ ছালাম মোল্লার একমাত্র ছেলে। বিয়ে করে ঘর বেঁধেছিলেন মাত্র ১০ মাস আগে। স্বপ্ন ছিল অনেক, কিন্তু সব স্বপ্নই স্বপ্নে রেখে চলে গেলেন না ফেরার দেশে। ক্যাপ্টেন তানভিরের ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায়, কাভার পেজে পাহাড়ের ছবি। সেই ছবির ওপর লেখা রয়েছে ‘যদি আমি এই কোরআন পাহাড়ের ওপর অবতীর্ণ করতাম, তবে পাহাড় বিনীত হয়ে আল্লাহ্ তা’আলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে। রয়েছে সুরা আল হাসর- আয়াত ২১।’ এ ছাড়াও প্রোফাইলে রয়েছে বিয়ের সময়ের দুই জনেরই একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি। মঙ্গলবার রাঙ্গামাটির পাহাড় ধ্বসে ঘটনায় প্রাণ বাঁচাতে জীবন দিয়েছেন ৬ সেনা। তার মধ্যে রয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলার গর্বের ধন ক্যাপ্টেন তানভির। তানভির ২০০৯ সালে যোগদান করেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। ৬৪তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে কমিশন্ড লাভ করেন তিনি। পরে ক্যাপ্টেন পদমর্যাদায় পদোন্নতি পান। জয়পুর হাট জেলার নাজিয়া সুলতানাকে বিয়ে করেন ২০১৬ সালে ২ সেপ্টম্বর। তানভিরের চাচা মোজাম্মেল মোল্লা বলেন, তানভিরের বাবা ছালাম মোল্লার চাকরির সুবাদে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তানভিরও দীর্ঘদিন ধরে ঢাকার টঙ্গী এলাকায় থাকতেন। তানভিরের এমন আকস্মিক মৃত্যুতে মুহ্যমান হয়ে পড়েছে পুরো পরিবার। পরিবারের একমাত্র গর্বের ধন তানভিরকে হারিয়ে সকলেই নির্বাক হয়ে পড়েছেন। আল্লাহ তাদেরকে এ কেমন শাস্তি দিলেন এমনটাই বলে তিনি হাউমাউ করে কেঁদে ফেলেন। এদিকে তানভিরের মরদেহ বাউফলে আনার কথা থাকলেও আবহাওয়াজনিত কারণে আনতে না পেরে ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনদের একটি সূত্র জানিয়েছে।
×