ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৬:২১, ১৫ জুন ২০১৭

একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এভাবে আর তাদের ক্ষমতায় যেতে দেয়া হবে না। বুধবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, এবারের নির্বাচন হবে অংশগ্রহণমূলক। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারির মতো আর কোন নির্বাচন দেশের মাটিতে হবে না, হতে দেয়া হবে না। প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ করে খালেদা জিয়া বলেন, সরকারের আবদারে কান না দিয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন। এই সরকার যা কিছু আবদার করবে তা না শুনে জনগণের মতামত নেবেন। মনে রাখবেন নিরপেক্ষ নির্বাচন না হলে সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। শেখ হাসিনার অধীনে জনগণ নির্বাচন মেনে নেবে না। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডাঃ এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, এ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। খালেদা জিয়া বলেছেন, হাসিনাকে ক্ষমতায় রেখে কোন নির্বাচন হতে দেয়া হবে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে। তিনি বলেন, এদেশের মানুষ বুঝে গেছে হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করলে তার ফলাফল কী হয়। দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য দায়ী সরকারী দলের বাজার সিন্ডিকেট -তৈমুর আলম দ্রব্যমূল্যের উর্ধগতির জন্য সরকারী দলের বাজার সিন্ডিকেট দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। বুধবার নয়াপল্টন যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ নারায়ণগঞ্জ জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ন্যাপ নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মোঃ কামাল ভুইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মঈনুদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।
×