ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাহাড় ধসে হতাহতের ঘটনায় ঐ অঞ্চলের স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:২১, ১৫ জুন ২০১৭

পাহাড় ধসে হতাহতের ঘটনায় ঐ অঞ্চলের স্বাস্থ্যকর্মীদের সব  ছুটি বাতিল করা  হয়েছে ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ অতিবৃষ্টিতে পাহাড় ধসে হতাহতের ঘটনায় ওই অঞ্চলের স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সেখানে ৪৮৩ মেডিক্যাল টিম কাজ করছে। পাহাড় ধসের ঘটনার সঙ্গে সঙ্গে ওই এলাকার হাসপাতালগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত রাখা আছে। প্রত্যেক আহতদের হাসপাতালে চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে। সচিবালয়ে বুধবার পাহাড় ধসের পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ’ বিভাগের সচিব মোঃ সিরাজুল ইসলাম, ‘স্বাস্থ্য সেবা’ বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) এ এম মজিবুল হক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জানান, চট্টগ্রামে ২৮৪, বান্দরবানে ৪১, রাঙ্গামাটিতে ৬০, কক্সবাজারে ৮৮ ও খাগড়াছড়িতে ১০ মেডিক্যাল টিম কাজ করছে। মোহাম্মদ নাসিম বলেন, আমরা সার্বক্ষণিক খবর রাখছি ওখানে আহত ব্যক্তিদের চিকিৎসায় যাতে কোন ত্রুটি না হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও মাঠপর্যায়ের কর্মীরা সেখানে সার্বক্ষণিক কাজ করছেন। তাদের কোন ছুটি নেই। আহত মানুষকে তো বাঁচাতে হবে। আমরা সেই কাজটিই করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান ও স্বাস্থ্য অধিদফতেরর এডিজি এনায়েত আজই চট্টগ্রাম যাচ্ছেন। তারা সেখানে থাকবেন, সেখানে থাকা কর্মকর্তাদের যে কোন সাহায্য তারা করবেন। সেখানে একটি কন্ট্রোল রুম সার্বক্ষণিকভাবে কাজ করছে, এটা ঢাকা থেকে মনিটর করা হচ্ছে। পাহাড়ী এলাকায় দুই-তিন দিন ধরে মানুষকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে জানিয়ে নাসিম বলেন, কিন্তু মানুষ যেতে চায় না। অনেকে আছে শ্রমজীবী ও নিরীহ মানুষ, তারা বাড়িঘর ছেড়ে যেতে চায় না। ওখানে থাকা লোকজন সরিয়ে নেয়ার জন্য আমাদের প্রশাসনের তৎপরতা ছিল। এ সময় মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাহাড় ধসের ঘটনায় মাঠপর্যায়ের স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। কোন সমস্যা থাকলে তা সমাধানের আশ্বাস দেন। চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) জানান, চার জেলায় পাহাড় ধসে ১২০ জন মারা গেছেন, আহত হয়েছেন ১১৩ জন, নিখোঁজ রয়েছেন ৬ জন। পরিবেশ উত্তপ্ত করছেন খালেদা জিয়া আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করছেন বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া নির্বাচনকে সামনে রেখে পরিবেশ উত্তপ্ত করতেই সহায়ক সরকারের কথা বলছেন। পৃথিবীর কোথাও সহায়ক সরকার নেই, বাংলাদেশেও হবে না। বুধবার রাজধানীর সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দের সম্মানের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ডাঃ শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) এ্যাডভোকেট এনামুল হক, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ওয়ার্কার্স পাটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক প্রমুখ বক্তব্য রাখেন। খালেদা জিয়ার সহায়ক সরকারের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশে সংবিধানের আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। আমরা বিশ্বাস করি, সব দল এতে অংশ নেবে। সবাই ভোট দেবে। কোন বিশেষ দলের জন্য নির্বাচন বসে থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেউ দুর্যোগ নিয়ে রাজনীতি করে না। একজন নেত্রী (খালেদা জিয়া) প্রতিদিন যা হচ্ছে তার জন্য আওয়ামী লীগকে দোষারোপ করছেন। পাহাড় ধসে মানুষ মরার জন্যও আওয়ামী লীগকে দুষছেন। অথচ নিজেরা ক্ষমতায় থাকাকালে ঘূর্ণিঝড়ের সময় মানুষের জীবন রক্ষায় ও তাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। এখন আমাদের দোষ ধরেন। প্রতিদিন ইফতারের আগে মিথ্যাচার করেন। এতে তো তার রোজা ভেঙ্গে যাওয়ার কথা। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যে লক্ষ্য নিয়ে বৃহৎ রাজনৈতিক জোট ১৪ দল গঠন করা হয়েছে, সে লক্ষ্যে এখনও কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যবদ্ধ আছে ও থাকবে।
×