ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মহাকাশ ছেড়ে সমুদ্রে

প্রকাশিত: ০৬:২২, ১৪ জুন ২০১৭

মহাকাশ ছেড়ে সমুদ্রে

মঙ্গলগ্রহে অভিযান সফল করার জন্য গভীর সমুদ্রে অভিযান শুরু করবে নাসার মহাকাশচারীরা। নাসার ২২ জন সদস্যের একটি টিম গভীর সমুদ্রে অভিযান চালাবে। এই বিশেষ টিমের মধ্যে রয়েছেন একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও। স্পেসে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এই বিশেষ গভীর সমুদ্র অভিযানে। মহাকাশে পদচারণা ও স্পেস কমিউনিকেশনের ক্ষেত্রে যে সময় লাগবে সেটিও বিচার বিবেচনা করে দেখা হবে এই বিশেষ অভিযানে। এছাড়াও বিশেষ কেটোজেনিক ডায়েটের কি প্রভাব পড়তে পারে এই নাসার মহাকাশচারীদের ওপর সেটিও পরীক্ষা করে দেখা হবে। আটলান্টিক মহাসাগরে আগামী ১৮ জুন থেকে শুরু হবে এই বিশেষ অভিযান। -নাসা
×