ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের গাড়িতে ডাকাতের হামলা ॥ আহত তিন

প্রকাশিত: ০৬:৪৪, ১৩ জুন ২০১৭

পুলিশের গাড়িতে ডাকাতের হামলা ॥ আহত তিন

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১২ জুন ॥ পুলিশ বহনকারী লেগুনায় ডাকাতির চেষ্টাকালে পুলিশ ও ডাকাতদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হয়। রবিবার রাত সোয়া দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ইন্দ্র মোহন রাজবংশী পুলিশের হাতে ধরা পড়ে। ইন্দ্র মোহন রাজবংশী (২৭) উপজেলা সদরের পোস্টকামুরী গ্রামের বাসিন্দা। ইন্দ্রকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার রাতে পুলিশের টহলরত লেগুনায় যাত্রী ভেবে ডাকাত দলের সদস্যরা হামলা চালায়। এ সময় পুলিশ গুলি ছুড়লে ডাকাত দলের সদস্যরাও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ইন্দ্র মোহন রাজবংশী পায়ে গুলিবিদ্ধ হয় এবং দুই পুলিশ সদস্য আহত হয়। সায়েম, আল রাজীম, নাঈম, মোতালেব, এরশাদ, রতন, নাজমূল, সেলিম, জাহিদ, সজিব, জসিম, রিপন, আলতাব ছাড়াও আরও ৫-৬ জন ডাকাত এ চক্রের সঙ্গে জড়িত বলে পুলিশকে জানিয়েছে। স্টামফোর্ড ভার্সিটির বাজেট ঘোষণা সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সভাকক্ষে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান। বাজেট সভায় শিক্ষকবৃন্দের উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাসকে প্রাধান্য দিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ২০১৭-২০১৮ সালের বাজেট ঘোষণা করা হয়। বাজেটে উপস্থিত ছিলেনÑ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম এনামুল হক শামীম, মাহাবুব আলম জাকির, ড. ফারহানাজ ফিরোজ, রুমানা হক রিতাসহ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম ফিরোজ আহমেদ, উপ-উপাচার্য প্রফেসর ড. কে মউদুদ ইলাহী, রেজিস্ট্রার আবদুল মতিন, ডিরেক্টর ফিন্যান্স জহিরুল হক খান, চীফ এ্যাকাউন্টস অফিসার শহীদুল ইসলাম, আইটিপ্রধান আনিসুর রহমান এবং সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারুক কবির উদ্দিন। Ñবিজ্ঞপ্তি দিনাজপুরে তিন জঙ্গীর জামিন নামঞ্জুর স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সীমান্তবর্তী হাকিমপুরে রেলওয়ে স্টেশনে হামলার প্রস্তুতিকালে আটক তিন জঙ্গীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৩ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেছে আদালত। জানা যায়, সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলামের আদালতে এই চাঞ্চল্যকর মামলায় দিন ধার্য ছিল। মামলায় গ্রেফতারকৃত তিন নব্য জেএমবির সদস্য হাকিমপুর উপজেলার পাউসগাড়া গ্রামের গোলাম মোস্তফার পুত্র আবু নাঈম মোঃ ফারুকী আজম ওরফে নাঈম, একই উপজেলার বাগদোড় গ্রামের মোজাহিদুল হক ওরফে মাফতুস ও ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের গালিবুর রশিদ গালিবকে দুপুর সাড়ে ১২টায় আদালতে হাজির করা হয়।
×