ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে অটিস্টিক শিশুদের চিকিৎসাসেবা অব্যাহত থাকবে ॥ ডাঃ কামরুল

প্রকাশিত: ০৬:৩৯, ১৩ জুন ২০১৭

বিএসএমএমইউতে  অটিস্টিক শিশুদের  চিকিৎসাসেবা  অব্যাহত থাকবে ॥  ডাঃ কামরুল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, অটিস্টিক শিশুদের পাশে রাষ্ট্র ও সরকার রয়েছে। দেশের চিকিৎসকবৃন্দও তাদের পাশে আছেন। বিএসএমএমইউর বর্তমান প্রশাসন অটিস্টিক শিশুদের পাশে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে অটিস্টিক শিশুদের চিকিৎসাসেবাসহ সবধরনের সহায়তা দেয়া অব্যাহত থাকবে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রদত্ত অটিস্টিক শিশু ও অটিজম ব্যক্তিদের নিয়ে কাজ করা সফল প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব প্যাডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম (ইপনা) প্রথম পুরস্কারে ভূষিত হওয়ায় ও গত ২ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার গ্রহণ করায় ইপনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য আরও বলেন, অটিস্টিক শিশুরা আজ আর অবহেলিত নয়। তাদের পাশে সবাই রয়েছেন। অটিস্টিক শিশুদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, উদারতা, মহানুভবতা, ঐকান্তিক ইচ্ছা ও সহযোগিতা এবং প্রধানমন্ত্রীর কন্যা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ও ন্যাশনাল এডভাইজরি কমিটি অন অটিজম এ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুলের প্রচেষ্টার ফলেই এসব সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের উদ্যোগে ১২ জুন সোমবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ৯ম তলায় এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট ফর নিউরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম (ইপনা) প্রকল্পের আওতায় পরিচালিত ইপনা অটিজম স্কুল ডে-কেয়ারে অধ্যয়নরত অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনা (মুসলমানি) কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। প্রথমবারের মতো আয়োজিত ওই মহতী কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস্টাবলিশমেন্ট অব ইনস্টিটিউট ফর পেডিয়াট্রিক নিইরোডিজঅর্ডার এ্যান্ড অটিজম ইন বিএসএমএমইউ প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ শাহীন আকতার। সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন। -বিজ্ঞপ্তি
×