ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:৪৯, ৮ জুন ২০১৭

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৮ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭ টাকা ২৬ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৭ জুলাই। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই। Ñঅর্থনৈতিক রিপোর্টার সি এ্যান্ড এ টেক্সটাইলের উৎপাদন বন্ধ পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সিএ্যান্ডএ টেক্সটাইল লিমিটেডের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, এ্যাকর্ড ও এ্যালায়েন্সের নিরাপত্তা বিষয়ক শর্ত পূরণ না করার গত ১ম থেকে উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে। সূত্র জানায়, বৈদ্যুতিক সংযোগ, অগ্নি নিরাপত্তা ও কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে কোম্পানিটি উৎপাদনের অনুমতি পাবে। এজন্য জন্য কোম্পানির কিছু যন্ত্রপাতি ও কাঠামোর পরিবর্তন করতে হবে। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×