ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনাল থেকেই জোকোভিচের বিদায়, বর্তমান চ্যাম্পিয়নকে হারিয়ে থিয়েমের চমক

সেমিতে অপ্রতিরোধ্য নাদাল

প্রকাশিত: ০৪:৩৪, ৮ জুন ২০১৭

সেমিতে অপ্রতিরোধ্য নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল। বুধবার টুর্নামেন্টের শেষ আটে স্বদেশী পাবলো কারেনো বুস্তার মুখোমুখি হয়েছিলেন তিনি। প্রথম সেট ৬-২ গেমে নিজের করে নেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা। কিন্তু দ্বিতীয় সেটেও ২-০ গেমে পেছনে থাকার পরই পেটে আঘাত পেয়ে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন পাবলো বুস্তা। এর ফলে শেষ চারে জায়গা করে নেন নাদাল। এই জয়ের মধ্য দিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন নাদাল। উন্মুক্ত যুগে মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে ১০ বার কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের সেমিতে উঠলেন চতুর্থ শীর্ষ বাছাই এই তারকা। এখানে চ্যাম্পিয়ন হলে টেনিসের উন্মুক্ত যুগে প্রথম আর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডসøামে ১০টি শিরোপা জয়ের কীর্তি গড়বেন ৩১ বছর বয়সী রাফায়েল নাদাল। নাদাল শেষ চারে জায়গা করে নিলেও কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেছেন নোভাক জোকোভিচ। অস্ট্রিয়ার ডোমিনিক থিয়েমের কাছে হেরে ফরাসী ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন গতবারের চ্যাম্পিয়ন। প্যারিসে বুধবার ষষ্ঠ বাছাই থিয়েম ৭-৬ (৭/৫), ৬-৩ এবং ৬-০ গেমে হারান টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই নোভাক জোকোভিচকে। সুদীর্ঘ ক্যারিয়ারে ১২টি গ্র্যান্ডসøাম জেতা সার্বিয়ার জোকোভিচের বিপক্ষে থিয়েমের এটাই প্রথম জয়। জোকোভিচকে পরাজিত করে উড়ছেন ষষ্ঠ বাছাই থিয়েম। যেন স্বপ্নকে জয় করেছেন তিনি। এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে থিয়েম বলেন, ‘জোকোভিচকে হারানো এবং প্রথমবার রোলাঁ গ্যারোয় সেমিফাইনালে জায়গা করে নেয়াটা আমার জন্য স্বপ্নের।’
×