ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে ছাত্র হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদ-

প্রকাশিত: ০৪:২১, ৮ জুন ২০১৭

পিরোজপুরে ছাত্র হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদ-

নিজস্ব সংবাদদাতা, ৭ জুন ॥ সাদমান সাকিব প্রিন্স (১৪) নামের এক স্কুলছাত্রকে হত্যার দায়ে নাফিজ হাসান নাহিদ ও নাজমুল হাসান নাঈম নামে দুই সহোদরের মৃত্যুদ- দিয়েছে আদালত। তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ গোলাম কিবরিয়া এ রায় দেন। সাদমান সাকিব (১৪) পিরোজপুর পৌরসভার আদর্শপাড়া মহল্লার জাকির হোসেন ফকিরের ছেলে। সে পিরোজপুর সরকারী টেকনিক্যাল কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল। দ-প্রাপ্তরা হলেন- ইন্দুরকানি উপজেলার শফিকুল আলম হাওলাদারের ছেলে নাফিজ হাসান নাহিদ ও তার বড় ভাই নাজমুল হাসান নাঈম। জানা গেছে, ২০১৩ সালের ২৯ আগস্ট সকালে সাদমান সাকিব বাসা থেকে বের হয়ে বন্ধু নাফিজ হাসানের সিআই পাড়া বাসায় যায়। সেখানে সাদমান সাকিবের সঙ্গে নাফিজ হাসানের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে নাফিজ হাসান সাদমান সাকিবের মুখম-লে আঘাত করেন। এতে সাদমান সাকিব খাটের ওপর পড়ে গিয়ে মাথার পিছনে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিকল্পিতভাবে দুই ভাই পিরোজপুর পৌরসভার সিআই পাড়ার রায়ের একটি পুকুরে লাশ ফেলে।
×