ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে নির্যাতিত ছাত্রীর অবস্থার উন্নতি হয়নি

প্রকাশিত: ০৪:০১, ৭ জুন ২০১৭

শেরপুরে নির্যাতিত ছাত্রীর অবস্থার উন্নতি হয়নি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৬ জুন ॥ যৌতুকের জন্য আশরাফুন্নাহার লোপা (১৯) নামে মেধাবী কলেজছাত্রী স্ত্রীকে পিটিয়ে রক্তাক্তকারী সেই পাষ- স্বামী ডিবি পুলিশের এসআই শাহিনুল ইসলামসহ পরিবারের ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ)/৩০ ধারায় শ্রীবরদী থানায় নিয়মিত মামলা রেকর্ড হয়েছে। সোমবার রাতে ওই মামলাটি রেকর্ড হয়। মামলার বাদী হয়েছেন কলেজছাত্রীর মা সেলিনা আক্তার লাকী। এসআই শাহিন ডিএমপির ডিবি অফিসের কর্মরত ও শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া এলাকার মৃত হাজী ময়দান আলীর ছেলে। ওই মামলায় এসআই শাহীনের মা ও এক ভগ্নিপতিসহ আরও ৫ জনকে সহযোগী আসামি করা হয়েছে। তবে এখনও শুরু হয়নি মূল আসামি বা তার সহযোগীদের গ্রেফতারে তৎপরতা। এদিকে মঙ্গলবার দুপুরে জেলা সদর হাসপাতালে নির্যাতিতা কলেজছাত্রীর বুকের ও গলার আরও দুটি এক্সরেসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ডান চোখ, কোমরের দু’পাশ, গলায়, পিঠে, বুকে, পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত নিয়ে গত ৩ দিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অবস্থার কোন উন্নতি হয়নি। এ বিষয়ে জেলা সদর হাসপাতালের সার্জারি বিভাগের সার্জন ডাঃ মুক্তি মাহমুদ বলেন, শরীরে বেশকিছু আঘাতের কারণেই তার ওই অবস্থা হয়েছে। তবে তার অবস্থার উন্নতি হতে কিছুটা সময় লাগলেও সে আশঙ্কামুক্ত। উল্লেখ্য, শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের একমাত্র কন্যা ও সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী লোপাকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাড়িতে গত ২২ মে রাতে ২০ লাখ টাকার যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে নির্যাতন চালায় স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন। এরপর চিকিৎসার অজুহাতে বাড়ি থেকে শেরপুরে নিয়া আসার কথা বলে কৌশলে তাকে ঢাকার দক্ষিণ বনশ্রী এলাকার ভাড়াটে বাসায় বিনা চিকিৎসায় ফেলে রাখে এবং পরিবারের লোকজনের সাথে তার যোগাযোগ বন্ধ করে দেয়।
×