ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ

প্রকাশিত: ০৮:৩৭, ৬ জুন ২০১৭

৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়েছে। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) আজিজুল হক স্বাক্ষরিত অবকাশকালীন বেঞ্চ গঠনসংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রীমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি অবকাশকালীন জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে দেওয়ানি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দিয়েছেন। এ বেঞ্চ ১১, ১৩, ১৫, ১৮ ও ২০ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের মূল ভবনের ৮নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বিচারপতি এবি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১৩, ১৮ ও ১৯ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের এনেক্স ভবনের ২নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। হাইকোর্ট বিভাগের বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এসএম মজিবুর রহমান সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৮ ও ১৯ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের এনেক্স ভবনের ৯নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। হাইকোর্ট বিভাগের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর একক বেঞ্চকে আদিম অধিক্ষেত্রাধীন বিষয়, কোম্পানিসংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১২, ১৪, ১৯ ও ২১ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের এনেক্স ভবনের ২১নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বিচারপতি আতাউর রহমান খানের একক বেঞ্চকে দেওয়ানি মোশন ও দেওয়ানিসংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ জুন সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সুপ্রীমকোর্টের মূল ভবনের ৭নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন ও বিচারপতি মোঃ সেলিম সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে দেওয়ানি মোশন ও দেওয়ানিসংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৮ ও ১৯ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের এনেক্স ভবনের ২৭নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি আমির হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৩ ১৪, ১৫, ১৮ ও ১৯ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের এনেক্স ভবনের ২৮নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বিচারপতি মোঃ নূরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১২, ১৩ ও ১৪ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের এনেক্স ভবনের ৪নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বিচারপতি কৃষ্ণা দেবনাথের একক বেঞ্চকে দেওয়ানি মোশন ও দেওয়ানিসংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১২, ১৩, ১৮ ও ১৯ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের এনেক্স ভবনের ৩৪নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে রিট মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৩, ১৪, ১৮, ১৯, ২০ ও ২১ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের মূল ভবনের ২৭নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৮ ও ১৯ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের এনেক্স ভবনের ২৪নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে এবং বিচারপতি ভবানী প্রসাদ সিংহ-এর একক বেঞ্চকে ফৌজদারি মোশন ও এ সংক্রান্ত মামলা শুনানির এখতিয়ার দেয়া হয়েছে। এ বেঞ্চ ১১, ১৫, ১৮ ও ২০ জুন বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত সুপ্রীমকোর্টের মূল ভবনের ১১নং বিচারকক্ষে বিচারিক কার্যক্রম পরিচালনা করবে।
×