ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে ঘুমন্ত নারীকে হত্যা

প্রকাশিত: ০৩:৫৩, ৫ জুন ২০১৭

টাঙ্গাইলে ঘুমন্ত নারীকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৪ জুন ॥ নাগরপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে জাকিয়া বেগমকে (৫০) ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা সিঁদ কেটে জাকিয়া বেগমের ঘরে ঢুকে তাকে হত্যা করে। ভারড়া ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন দুর্গম চরাঞ্চল আগদিঘুলিয়া পূর্বপাড়া গ্রামে এ হত্যাকা-ের ঘটনাটি ঘটেছে। নিহত জাকিয়া বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী সোনা মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে জাকিয়া বেগম তার ছোট ছেলে আল মামুন ও তার বড় ছেলের বৌ স্বপ্নাকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত জাকিয়ার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তাঁর চিৎকার শুনে ছোট ছেলে আল মামুন ও বড় ছেলের বৌ স্বপ্না বেগম ঘুম থেকে উঠে অচেতন অবস্থায় রক্তাক্ত জাকিয়া বেগমকে দেখতে পায়। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে জাকিয়া বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, হত্যাকা-ের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সৌদি প্রবাসী সোনা মিয়ার দুই ছেলে সিঙ্গাপুরে ও মালয়েশিয়ায় থাকায় জাকিয়া বেগম তার ছোট ছেলে মামুন ও বড় ছেলের বৌ স্বপ্নাকে নিয়ে বাড়িতে বসবাস করতেন। লক্ষ্মীপুরে স্ত্রীর প্রেমিককে খুন নিজস্ব সংবাদদাতা লক্ষ্মীপুর থেকে জানান, রামগতিতে পরকীয়ায় খুন হলেন ইউছুফ (২৭)। শনিবার রাত সাড়ে নয়টার দিকে রামগতি উপজেলার চরগাজীর রলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউছুফ ওই গ্রামের বেলাল মাঝির ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন জানান, স্ত্রী রীনার সঙ্গে এক রুমে পেয়ে স্বামী ইব্রাহিম খলিল প্রেমিক ইউছুফকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্ত্রীকেও ছুরিকাঘাত করেন তিনি। পরে এলাকাবাসী ইব্রাহিমকে আটক করে পুলিশে দেয়। গুরুতর আহত অবস্থায় রীনাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বদরগঞ্জে যৌতুকের জন্য পিটিয়ে হত্যা সংবাদদাতা বদরগঞ্জ, রংপুর থেকে জানান, যৌতুক না পেয়ে আফরোজা বেগম (২১) নামে গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী আশরাফুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপীনাথপুর ইউনিয়নের কুমারপাড়া গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আনছার আলী বাদী হয়ে রাতেই স্বামীসহ পাঁচজনকে আসামি করে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আশরাফুল ইসলাম, তার ভগ্নিপতি আব্দুর রহমান ফিরোজ ও ফিরোজের বড় ভাই ওমর ফারুককে গ্রেফতার করে। জানা যায়, এক বছর আগে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আনছার আলীর মেয়ে আফরোজা বেগমের সঙ্গে আশরাফুলের বিয়ে হয়। মেয়ের সুখের আশায় এক লাখ টাকা যৌতুক দেন বাবা। বিয়ের কয়েক মাস পর আবার ৫০ হাজার টাকা যৌতুকের জন্য আফরোজাকে স্বামী আশরাফুলসহ পরিবারের লোকজন শারীরিক ও অমানুষিক নির্যাতন চালায়। গত সপ্তাহে তাকে ওই টাকা আনার জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেয় তারা। বাবা আনছার আলী ধারদেনা করে ২০ হাজার টাকা দিয়ে গত বুধবার মেয়েকে জামাইয়ের বাড়িতে পাঠিয়ে দেন। আনছার আলী অভিযোগ করেন, শনিবার সকালে যৌতুকের বাকি ৩০ হাজার টাকা না পেয়ে জামাই ও তার ভগ্নিপতিসহ পরিবারের লোকজন আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে সৈয়দপুর কুন্দল হাসপাতালে নিয়ে যায়। এরপর আমাকে ফোনে মেয়ে অসুস্থ হয়ে মারা যাওয়ার সংবাদ দেয়। বাগেরহাটে পুলিশ কর্মকর্তার লাশ হোটেলে স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন আবাসিক হোটেল আল-আমিন থেকে শহিদুজ্জামান আনসারী (৫৭) নামে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে হোটেলের ১২নং রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। শহিদুজ্জামান আনসারী বাগেরহাট আদালতের সিএসআই হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এদিন বিকেলে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এসআই শহিদুজ্জামান আনসারী গোপালগঞ্জ জেলার করপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, আদালতের সিএসআই হিসেবে কর্মরত পুলিশ কর্মকর্তা শহিদুজ্জামান আনসারী সকালে তার কর্মস্থলে না গেলে তার সহকর্মীরা মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তাকে না পেয়ে তারা হোটেল আল আমিনে গিয়ে তার রুমের বাইরে থেকে অনেক ডাকাডাকির পর কোন সাড়া শব্দ না পেয়ে মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙ্গে তার লাশ খাটের ওপর শোয়া অবস্থায় উদ্ধার করে।
×