ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে

প্রকাশিত: ০৮:১৯, ৪ জুন ২০১৭

আপন জুয়েলার্সের সাড়ে ১৩ মণ সোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে

স্টাফ রিপোর্টার ॥ আপন জুয়েলার্সের পাঁচটি শো-রুম থেকে আটক করা সাড়ে ১৩ মণ সোনার পুরোটাই অবৈধ ঘোষণা করে এসব স্বর্ণ জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদফতর। রবিবার এসব স্বর্ণালঙ্কার বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন শুল্ক ও গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান। ড. মইনুল খান জনকণ্ঠকে বলেন, আপন জুয়েলার্সের মালিকরা স্বর্ণের বৈধতার পক্ষে কোন কাগজ দেখাতে না পারায় আনুষ্ঠানিকভাবে সেগুলো জব্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সকালে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এসব সোনা বাংলাদেশ ব্যাংকে পৌঁছে দেয়া হবে। গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান বাজার মূল্যে এসব স্বর্ণালঙ্কারের দাম প্রায় ১৭৯ কোটি টাকা।
×