ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:০৯, ৪ জুন ২০১৭

ক্যাম্পাস সংবাদ

বিএনসিসি মহিলা প্লাটুনের উদ্বোধন রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) মহিলা প্লাটুন। গত ২৫ মে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি রমনা রেজিমেন্ট ঢাকার রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম সালাহউদ্দিন। মহিলা প্লাটুনের শুভ উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনসিসি ৩ রমনা ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর আবু সাঈদ, মাইলস্টোন কলেজের উপাধ্যক্ষ মেজর শেখ মোঃ সাহাবুদ্দিন (অব)। বিএনসিসি মাইলস্টোন কলেজ প্লাটুনের প্রফেসর আন্ডার অফিসার ড. মোঃ মশিউর রহমানের পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৬৬ জন পুরুষ ও মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেন। মাইলস্টোন কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহিলা প্লাটুনের উদ্বোধনী ভাষণে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম বলেন, মহিলা ক্যাডেটরা নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণমূলক কার্যক্রমের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা প্রসারের সুযোগ পাবে। এর ফলে নিজেকে আরও যোগ্য হিসেবে গড়া এবং নেতৃত্ব প্রদানের মতো দক্ষতা অর্জন করতে পারবে। রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন রাজধানীর প্রাইম ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী শুক্রবার উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন। অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও কোষাধ্যক্ষ মামুন সোবহান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আরশাদ আলী, রেজিস্ট্র্রার এম এ জব্বার, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এস এ নূর, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আব্দুর রহমান, সহকারী অধ্যাপক নাহিদ ফারজানা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বাংলা সাহিত্যের এই দুই নক্ষত্রের অসাধারণ সাহিত্যকর্মের উল্লেখ করে তারা বলেন, সমস্যাসঙ্কুল পৃথিবীতে তাঁদের লেখনী শান্তির সুবাতাস বইয়ে দিচ্ছে। সার্বজনীনতা এবং ধর্মনিরপেক্ষতার চেতনা এ দুই বরেণ্য কবির লেখনীতে অত্যন্ত পরিস্ফুট। বিশ্বে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং জঙ্গীবাদের মোকাবেলায় তাঁদের লেখনী আমাদের প্রেরণা জোগাবে বলে বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষ অংশে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×