ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিটি ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৬:৫৮, ৪ জুন ২০১৭

সিটি ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৫০০ কোটি টাকার নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন পেয়েছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ব্যাংকের মূলধন বৃদ্ধিতে টায়ার-টু বাস্তবায়নে এ বন্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার কমিশনের ৬০৫তম সভায় এ বন্ড অনুমোদন করা হয়। নন-কনভারটেবল সাব-অর্ডিনেটেড এ বন্ডের মেয়াদ হবে সাত বছর। সভা শেষে কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টায়ার-টু বাস্তবায়নে সিটি ব্যাংককে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দেয়া হয়েছে। বন্ডটি সাত বছরে ফুল রিডেম্পশন হবে, যা শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও হাই নেট অর্থ ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। বন্ডটি হবে নন-কনভারটেবল, আনলিস্টেড, ফ্লোটিং রেটেড, সম্পূর্ণ রিডিমেবল ও সাব-অর্ডিনেটেড। এ বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে অর্থ তুলে টায়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করবে সিটি ব্যাংক। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এ বন্ডের লিড এ্যারেঞ্জার ও ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আরএসএ ক্যাপিটাল লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ২৪ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৪ পয়সা, আগের বছর যা ছিল ৪ টাকা ১০ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৭ টাকা ৯৮ পয়সায়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ১৫ জুন বেলা ১১টায় ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে ব্যাংকটি। রেকর্ড ডেট ছিল ২০ এপ্রিল। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সিটি ব্যাংকের ইপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭৯ পয়সা। ৩১ মার্চ ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৭২ পয়সায়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় সিটি ব্যাংক।
×