ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বনানীতে পিৎজা হাটকে জরিমানা

প্রকাশিত: ০৬:১৩, ৪ জুন ২০১৭

বনানীতে পিৎজা হাটকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানীতে পিৎজা হাটসহ তিন প্রতিষ্ঠানকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, শনিবার দুপুরে বনানী এলাকায় ভেজালবিরোধী অভিযান চালানো হয়। ভেজাল খাবার বিক্রি করায় বনানীর ১১নং রোডের পিৎজা হাটকে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত স্পাইসি মিক্স নামক প্রোডাক্টে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআইয়ের ইন্সপেক্টর ‘বিএসটিআই অর্ডিন্যান্স’ অনুযায়ী প্রসিকিউশন দাখিল করেন। এদিকে একই সময় ভ্রাম্যমাণ আদালত বনানীর হোটেল ‘সাজনা’-কে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দধি প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে এক লাখ টাকা জরিমানা করে। তিনি জানান, এছাড়া মি এ্যান্ড থি রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী প্রস্তুত ও বিপণনের জন্য ‘ভোক্তা অধিকার আইন’-এ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ডিএমপির উক্ত ভ্রাম্যমাণ আদালতের রমজান মাসজুড়ে চলমান ভেজালবিরোধী অভিযান ইতোমধ্যেই সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
×