ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩ কোটি টিভি সেট থেকে রাজস্ব পাবে সরকার

ডিশ ব্যবসায়ীদের ভ্যাট ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে

প্রকাশিত: ০৬:১২, ৪ জুন ২০১৭

ডিশ ব্যবসায়ীদের ভ্যাট ফাঁকি রোধে কার্যকর উদ্যোগ নেয়া হচ্ছে

এম শাহজাহান ॥ ক্যাবল টিভি নেটওয়ার্ক (ডিস) ব্যবসায়ীদের ভ্যাট ফাঁকি বন্ধে এবার কার্যকর উদ্যোগ নেয়ার ঘোষণা দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। ভ্যাট আদায়ে ডিজিটাল এ্যাড্রেসেবল সিস্টেম প্রবর্তন করা হবে ক্যাবল টিভির নেটওয়ার্কে। এর ফলে দেশের ৩ কোটি টিভি সেট থেকে রাজস্ব পাবে সরকার। প্রস্তাবিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশে প্রায় ৩ কোটি টিভি সেট আছে-যার অধিকাংশই ক্যাবল টিভি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত। ক্যাবল টিভির অপারেটররা সাধারণত প্রতিটি সংযোগের বিপরীতে গড়ে প্রতিমাসে ২শ‘ ৫০ টাকা থেকে ৩ শ’ টাকা আদায় করে। এই চার্জের উপর বর্তমানে ভ্যাটসহ সম্পূরক শুল্ক আরোপিত আছে। গ্রাহকের কাছ থেকে যে পরিমাণ ভ্যাট ও সম্পূরক শুল্ক ক্যাবল টিভি নেটওয়ার্কের অপারেটরগণ আদায় করে থাকে তার নগণ্য অংশ সরকারী কোষাগারে জমা হয়। এ অবস্থা থেকে পরিত্রাণসহ এই খাতে শৃঙ্খলা আনয়ন এবং ক্যাবল টিভির মাধ্যমে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক বার্তা অত্যন্ত সহজে জনগণের কাছে পৌঁছানোর লক্ষ্যে ক্যাবল টিভি নেটওয়ার্কের পূর্ণ ডিজিটালাইজেশন আবশ্যক। অর্থমন্ত্রী জানান, বিশ্বের বিভিন্ন দেশে বাধ্যতামূলকভাবে ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন সম্পন্ন করেছে। এ কার্যক্রম সম্পন্ন করতে পারলে একদিকে যেমন ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল এ্যাড্রেসেবল সিস্টেম প্রবর্তন করা যাবে এবং এ খাত হতে সরকারের প্রাপ্য রাজস্ব নিশ্চিত করা যাবে। সে কারণে ঢাকা ও চট্টগ্রাম শহর এবং এর পাশ্ববর্তী এলাকাসমূহে আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকে ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটাল করতে হবে। জানা গেছে, গত কয়েক বছর ধরে ডিস ব্যবসায়ীরা ইচ্ছে মতো এলাকাভেদে মাসিক ফি আদায় করে থাকে। সর্বনিম্ন ২৫০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ফি নেয়া হয়। এক্ষেত্রে সরকারের কোন নিয়ন্ত্রণ না থাকায় ডিস ব্যবসায়ীদের দৌরাত্ম্য বাড়ছে। কোন কোন এলাকায় ডিস ব্যবসায়ীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জীবনহানির মতো ঘটনা ঘটছে। এই বাস্তবতায় ডিস ব্যবসায়ে সরকারী নিয়ন্ত্রণ আসলে এ শিল্পে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন সাধারণ গ্রাহকরা। এ প্রসঙ্গে জানতে চাইলে রামপুরার বাসিন্দা নারগিস আকতার জানান, ২০০ টাকার ফি এখন ৪০০ টাকা করা হয়েছে। এ নিয়ে কিছু বললে লাইন কেটে দেয়ার হুমকি দেয়া হয়। তিনি বলেন, এ বছর আবার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে ডিস কর্তৃপক্ষ। তিনি বলেন, ডিস ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়েছি। ডিস ছাড়া চলেও না। বিটিভি ছাড়া কোন প্রাইভেট চ্যানেল ডিস ছাড়া দেখা সম্ভব নয়। তবে ডিস ব্যবসায়ীদের ওপর সরকারী নিয়ন্ত্রণ আসা প্রয়োজন। জানা গেছে, ২০১৯ সালের মধ্যে ক্যাবল টিভি নেটওয়ার্ক সম্পূর্ণভাবে ডিজিটাল করার ঘোষণা দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আশা করছেন, এ খাত থেকে সঠিকভাবে ভ্যাট আদায় করা গেলে রাজস্বের একটি বড় অংশ এখান থেকে আহরণ করা যাবে। শুধু তাই নয়, গ্রাহক ফি নিয়ে ডিস ব্যবসায়ীদের দৌরাত্ম্যও বন্ধ হবে। ভ্যাট আদায়ে ইএফডি বিতরণ ॥ যেখানেই ভ্যাট, সেখানেই ইএফডি মেশিন বিতরণ করা হবে। এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তির ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সংগ্রহপূর্বক ব্যবসায়ী প্রতিষ্ঠানে ক্রয়মূল্যে সরবরাহের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বাজেট ঘোষণায় জানিয়েছেন অর্থমন্ত্রী। এছাড়া পণ্য বা সেবা ক্রয়ের সময় সম্মানিত করদাতাদের পরিশোধিত ভ্যাট সরকারী কোষাগারে যথাযথভাবে জমা হচ্ছে কি-না তা করদাতাগণ যেসব তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেন সেজন্য একটি মোবাইল এ্যাপস তৈরির বিষয়েও সরকার কাজ করছে।
×