ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন

প্রকাশিত: ০৪:১১, ৪ জুন ২০১৭

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের  উদ্বোধন

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল স্থলবন্দরে যে পণ্যজট যানজট লেগে থাকে তা অতি তাড়াতাড়ি সমাধান হবে। আপনারা জানেন ৩টি ইয়ার্ডে ১০০ কোটি টাকা ব্যয়ে ৮টি শেড নির্মাণ করা হচ্ছে। এগুলো নির্মাণ হলে যানজট আর থাকবে না। বেনাপোল স্থল বন্দরকে অটোমেশন এবং বেনাপোল থেকে যশোর পর্যান্ত ফোর লেন রাস্তা তৈরি করা হবে। বন্দরের নিরাপত্তার জন্য খুব দ্রুত বেনাপোল বন্দরকে সিসি ক্যামেরার আওতায় নেয়া হবে। বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল অপরেশনাল কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ আয়োজিত শুক্রবার বেলা ২টার সময় স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেনÑ নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার মাধাব রায়, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম, ৪৯ বিজিবির সিও লে, কর্নেল আরিফুল হক, বেনাপোল স্থল বন্দরের সিবিএ সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদার প্রমুখ। ২০০৬ সনে নির্মিত এ প্যাসেঞ্জার টার্মিনালটি পাসপোর্ট যাত্রীদের জন্য তৈরি করা হলে ও দীর্ঘ ১১ বছরে তা যাত্রীদের জন্য ব্যবহার হয়নি। স্থল বন্দর কর্তৃপক্ষ নানা গড়িমসি করে তাদের প্রশাসনিক ভবন বানিয়ে রেখেছিল। ২০১৩ সনে ২৩ আগস্ট একবার নৌপরিবহনমন্ত্রী এ টার্মিনালটি উদ্বোধন করলে ও তা চালু হয়নি একমাত্র বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের কারণে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি এর আগে বেলা ৩টার সময় বেনাপোল কাষ্টমস ও স্থল বন্দরের নবনির্মিত ১০০ কোটি টাকা ব্যয়ে শেডগুলো দেখার জন্য এলাকা পরিদর্শন করেন।
×