ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিল্পী আবদুল জব্বার অসুস্থ

প্রকাশিত: ০৬:৫৮, ৩ জুন ২০১৭

শিল্পী আবদুল জব্বার অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার কিডনি, হার্টের ভাল্ব নষ্টসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, বর্তমানে তাঁর চিকিৎসা করাতে ৮০ লাখ থেকে ১ কোটি টাকার প্রয়োজন। শিল্পী আবদুল জব্বার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসাবাবদ ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। তিনি বলেন, যখন লাইফ সাপোর্টে থাকব তখন অনেকেই দেখতে যাবেন! মারা গেলে শহীদ মিনারে নিয়ে ফুল দিবেন! দাফন করার সময় রাষ্ট্রীয় স্যালুট দিবেন! এইসবের আমার কিছু দরকার নেই। আমি আরও কিছুদিন বাঁচতে চাই। এদিকে, বুধবার চিকিৎসার জন্য ৫ লাখ টাকার চেক তুলে দিয়েছেন সানোয়ারা গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধকালীন সময়ে আবদুল জব্বার গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন। তিনি সে সময়ে প্রাপ্ত ১২ লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন। তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক পেয়েছেন।
×