ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ

প্রকাশিত: ০৬:৩৫, ৩ জুন ২০১৭

বাঁশখালীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ২ জুন ॥ বাঁশখালীতে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শুক্রবার বিকালে উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা ছনুয়া ও পুঁইছড়ি এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাছান চৌধুরী। এ সময় বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী চাহেল তস্তরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর উপস্থিত ছিলেন। পটিয়ায় বিষপানে নববধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২ জুন ॥ পারিবারিক কলহের জের ধরে পটিয়ায় এক নববধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। নববধূর নাম কুলসুমা বেগম (২৩)। সে উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের এমরান হোসেনের স্ত্রী। শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জানা গেছে, গত সাড়ে চার মাস আগে উপজেলার জিরি ইউনিয়নের কবির আহমদের পুত্র এমরানের সঙ্গে পাশর্^বর্তী আনোয়ারা উপজেলার বটতল ইউনিয়নের আবদুস সালামের কন্যা কুলসুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পরিবারে কলহ চলে আসছিল। এ কলহের জের ধরে গত মঙ্গলবার নববূধ কুলসুমাকে মারধর করে। এতে অপমান সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিষপানের পর এক পর্যায়ে মুমুর্ষু অবস্থায় নববধূকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে ভর্তি করে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায়। তবে মেয়ের মা কমরু আকতার অভিযোগ করেছেন, তার মেয়েকে স্বামী এমরান প্রায়ই যৌতুকের জন্য মারধর করত।
×