ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুয়া পদবি ॥ ডাক্তারের জরিমানা

প্রকাশিত: ০৬:৩৩, ৩ জুন ২০১৭

ভুয়া পদবি ॥ ডাক্তারের জরিমানা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ জুন ॥ কুড়িগ্রাম জেলার সরকারী হাসপাতালে কর্মরত ডাক্তার সাইদুর রহমান মিলন এফসিপিএস পাস না করেও ওই পদবি ব্যবহার করে ভোলায় রোগী দেখার অপরাধে তাকে ৫০ হাজার টাকা ও ভোলা ইসলামীয়া ডায়াগনস্টিক সেন্টারে ওই ডাক্তার রোগী দেখায় তাদের এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মন্নান এ জরিমানা করেন। অভিযোগ রয়েছে, ওই ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে সাধারণ মানুষ ও রোগীদের সেবার নামে প্রতারণা করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্ত ডাক্তার সাইদুর রহমান মিলন শুক্রবার ভোলা ইসলামীয়া ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। তিনি নিজেকে গ্যাস্টোলজার বিশেষজ্ঞ ও এফসিপিএস ডিগ্রী অর্জন করার পদবি নেইম প্লেটে ও প্যাড ব্যবহার করেন। অপহৃত গৃহবধূ উদ্ধার ॥ হোতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২ জুন ॥ মাগুরা থেকে অপহৃত গৃহবধূকে চট্টগ্রামের সীতাকু-ু থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণকারী চক্রের মূলনেতা পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ সীতাকু-ুর মতিন মিয়ার পুত্র। অপহৃত গৃহবধূকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতে মাগুরায় আনা হয়েছে। মাগুরা সদর থানার এসআই জানান, সীতাকু-ুর মতিন মিয়ার ছেলে পারভেজ ও বেলায়েত হোসেনের পুত্র রাসেদ কবিরাজ মোবাইল ফোনে মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের এক গৃহবধূর সঙ্গে প্রেম সম্পর্ক স্থাপন করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ২৪ মার্চ মাগুরা থেকে অপহরণ করে সীতাকু- নিয়ে যায়। দুই মাস ধরে সেখানের একটি বাড়িতে আটকে রেখে পারভেজ জোর করে ওই নারীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করে এবং মাগুরায় তার স্বামীর কাছে মোটা অংকের মুক্তিপণের দাবি করে। এ বিষয়ে অপহৃতের স্বামী সদর থানায় একটি জিডি করেন। পুলিশ ফাঁদ পেতে তার স্বামীর মাধ্যমে ৬০ হাজার টাকা চাঁদা দিতে রাজি হয়। এবং অন্য মেয়েকে দিয়ে রাসেদ কবিরাজের সঙ্গে মোবাইলে প্রেমের অভিনয় করিয়ে তাকে মাগুরায় নিয়ে আসে। গত ২৫ মে রাসেদ কবিরাজ মাগুরায় আসেন ওই মেয়েকে বিয়ে করবে বলে তাকে চট্টগ্রামে নিতে। মাগুরা শহরের ঢাকারোড বাসস্ট্যান্ড থেকে মাগুরা সদর থানা পুলিশ রাসেদকে গ্রেফতার করে। পরে তার ¯ী^কারোক্তি অনুযায়ী সীতাকুন্ডুতে অভিযান চালিয়ের একটি বাড়ি থেকে মাগুরা পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার ও অপহরণকারী চক্রের মূল নেতা পারভেজকে গ্রেফতার করে।
×