ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৬:১৭, ৩ জুন ২০১৭

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁ উপজেলার মুন্দিরপুর গ্রামের নাদিয়া আক্তার রুমি নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বৃহস্পতিবার রাতের। এ ঘটনায় শুক্রবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আড়াইহাজার উপজেলার পাকুনতুরা গ্রামের কবির হোসেনের মেয়ে নাদিয়া আক্তার রুমির সঙ্গে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর গ্রামের কবির হোসেন ভূঁইয়ার সঙ্গে আট মাস পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। দাবিকৃত যৌতুক না পেয়ে তার শ্বশুরবাড়ির লোকজন পূর্বপরিকল্পিতভাবে নাদিয়া আক্তার রুমিকে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে ও বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। নিহত গৃহবধূ নাদিয়া আক্তার রুবির বাবা কবির হোসেন বলেন, যৌতুকের টাকা না পেয়ে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে লাশ হাসপাতালে ফেলে রেখে ও বাড়িঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। সোনারগাঁ থানার ওসি মঞ্জুর কাদের বলেন, নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে ওই গৃহবধূর স্বামী কবির হোসেন, শ্বশুর আবুল হোসেন, শাশুড়ি সাজেদা বেগম, দেবর হুমায়ন মিয়াকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে গৃহবধূর শ্বশুরবাড়ির পক্ষের লোকজন জানান, নাদিয়া আক্তার রুমি আত্মহত্যা করেছে।
×