ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জনকল্যাণ নয়, এ বাজেট রাজনৈতিক স্বার্থে ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:০৩, ২ জুন ২০১৭

জনকল্যাণ নয়, এ বাজেট রাজনৈতিক স্বার্থে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনকে সামনে রেখে দেয়া বাজেট জনগণের কোন কল্যাণে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বাজেট জনকল্যাণে নয়, রাজনৈতিক স্বার্থে দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন অসম্ভব। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা দল আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এ সরকার যে বাজেট দিয়েছে, তার কোন দায়বদ্ধতা ও জবাবদিহি নেই। গতবারের বাজেটের ৫৫ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি সরকার। তারপরও এত বড় বাজেট দেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে সরকার এ বাজেটকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ‘অনির্বাচিত সরকার’ যে বাজেট দিয়েছে তার কোন দায়বদ্ধতা ও জবাবদিহি নেই। এ বাজেটে জনগণের কল্যাণ কতটুকু হবে সে বিষয়ে সন্দেহ রয়েছে। তিনি বলেন, এ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে কি পরিমাণ বরাদ্দ দেয়া হয়েছে তা দেখতে চায় বিএনপি। এ সরকারের বাজেট দেয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, কোন কোন খাতে বাজেটের সঠিক ব্যবহার হয় তা দেখতে হবে। স্বাস্থ্য খাতের অবস্থা ভাল না, শিক্ষা খাতের অবস্থাও ভাল না। সেগুলোর জন্য আমরা দেখতে চাই, ওইসব খাতে কী রকম বরাদ্দ হচ্ছে। মিঠু হত্যাকা- নিয়ে মামুনকে জড়িয়ে গল্প ফাঁদা হয়েছে খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠু হত্যাকা- নিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লন্ডনপ্রবাসী ড. মামুন রহমানকে জড়িয়ে আজগুবি গল্প ফাঁদা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
×