ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলোচনায় ‘ক্রাইম পেট্রোল’

প্রকাশিত: ০৬:৪৮, ১ জুন ২০১৭

আলোচনায় ‘ক্রাইম পেট্রোল’

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ বাহিনীর নানাবিদ দায়িত্ব ও কর্মকা- তুলে ধরতে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ক্রাইম পেট্রোল’। নাটকটি প্রতি শনিবার রাত ৮-৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হচ্ছে। আন্তর্জাতিক মানসম্পন্ন এই নাটকটি ইতোমধ্যে ধারাবাহিকটির ৩৯ পর্ব প্রচার হয়েছে। দর্শক গ্রহণযোগ্যতায়ও নাটকটি এখন শীর্ষে অবস্থান করছে বলে দাবি করছেন নাটক সংশ্লিষ্টরা। টিআরপি রেটিংয়ে ধারাবাহিকটির অবস্থান শীর্ষে। নাটকটি পরিচালনা করেছেন আশরাফুল ইসলাম পিপিএম। নির্মাতা বলেন যে উদ্দেশ্য নিয়ে ‘ক্রাইম পেট্রোল’ নির্মাণ করা হয়েছিল, সেই উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। সবধরনের দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। তবে নাটকটি পাশাপাশি দুইদিন প্রচার হলে দর্শকরা আরও উপকৃত হবে বলে মনে করেন নির্মাতা। তিনি জানান নাটকটির কাহিনী গড়ে উঠেছে বিভিন্ন অপরাধের সত্য ঘটনাকে কেন্দ্র করে। বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সৎ, ন্যায়-নিষ্ঠাবান, সাহসী কিছু পুলিশ অফিসারের অভিযান ও সাফল্যের কথা তুলে ধরা হয়েছে নাটকে। ‘ক্রাইম পেট্রোল’ নাটকের প্রতিটি ঘটনা ২ পর্বের মধ্যে পরিসমাপ্তি ঘটানো হয়। তিনি আরও জানান, বর্তমানে ‘ক্রাইম পেট্রোল’ দর্শক জরিপে শীর্ষে অবস্থান করছে। আমাদের চিন্তা-ভাবনা এবং এর যথাযথ প্রয়োগের কারণেই সম্ভব হয়েছে। এই সময়ে এসে দর্শকদের সাড়া পেয়ে মনে হচ্ছে, আমার শ্রম সার্থক হয়েছে। পুলিশ কর্মকর্তা হয়েও ব্যস্ততার মাঝে ‘ক্রাইম পেট্রোল’র মতো নাটক নির্মাণ প্রসঙ্গে আশরাফুল ইসলাম বলেন, পুলিশের ভেতরের কষ্টগুলো অনেকের অজানা। আমাদের সীমাবদ্ধতা সম্পর্কেও সবাই জানে না। এসব বিষয়গুলো জানানোই মূল লক্ষ্য। তিনি বলেন, সাধারণ জনগণ থেকেই কিছু মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছে। তারা যদিও পুলিশ, তবে জনগণের বাইরের কেউ না। একটা সময় পর্যন্ত জনগণের নিরাপত্তার দায়িত্ব পালন করে অবসর গ্রহণের পর পুনরায় জনগণের মাঝেই তারা ফিরে যায়। কাজেই পুলিশ জনগণেরই একটা অংশ এবং জনগণের বন্ধু। তাছাড়া টিভি নাটক এমন একটি মাধ্যম, যা সাধারণ মানুষ নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে ফেলে এবং এতে তাদের মানসিকতারও পরিবর্তন ঘটে। নাটকের ম্যাসেজের মাধ্যমে জনগণ ও পুলিশ উভয়ে উভয়ের ভুল-ত্রুটিগুলো বুঝতে পারবে এবং সচেতন হবে। এই ভুল বুঝতে পেরে সচেতন হলে জনগণ পুলিশের কাছাকাছি আসবে এবং পুলিশও জনগণের সেবক হিসেবে আস্থার সঙ্গে কাজ করতে পারবে। জনগণ ও পুলিশ একে অপরের প্রতি আস্থা ও বিশ্বাস বাড়বে। থানার অফিসারদের আচরণ এবং সততা বিপদগ্রস্ত মানুষের সত্যিকার বন্ধু হওয়ার প্রেরণা যোগাবে। তাছাড়া নতুনদের মধ্যে যারা ভাল অভিনয় করে অর্থাৎ প্রচার বিমুখ থিয়েটার কর্মীদের মধ্যে যারা মিডিয়ায় কাজ করার সুযোগ পাচ্ছেন না, তাদের সুযোগ দেয়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে ‘ক্রাইম পেট্রোল’ কাজ করছে। আমি মনে করি, ‘ক্রাইম পেট্রোল’ নাটকটি বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বাড়িয়েছে। এই সাফল্যের পেছনে যে ক’জনের অবদান আছে, তাদের মধ্যে রয়েছেন হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম, অতি: ডিআইজি, পুলিশ হেড কোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, মোঃ মাহবুব আলম পিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল এবং এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহ্ফুজুর রহমান।
×