ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:৩১, ১ জুন ২০১৭

কিশোরীগঞ্জে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কিশোরীগঞ্জ উপজেলার উত্তর দুরাকুটির চাড়ালকাটা নদীর বাঁমতীর প্রতিরক্ষামূলক বাধ তৈরির সিসি ব্লক তৈরির কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ফলে বাঁধ নির্মাণের প্রতিরক্ষামূলক কাজটি প্রশ্নের মুখে পড়েছে। এলাকাবাসী এটির সুষ্ঠু তদন্ত দাবি করেছে। বুধবার এক অভিযোগে জানা গেছে, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের আওতায় ওই স্থানে ৮০০ মিটার বাঁধ প্রতিরক্ষামূলক কাজে দুই কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। কাজটি করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রাকিব ব্রার্দাস। ২০১৫ সালের ২৩ নবেম্বর কাজটি শুরু করে ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হওয়ার কথা ছিল। কিন্তু কাজের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করা হয়। সঠিক সময় কাজ না হওয়ার ফলে নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। একটি ময়দানসহ কাচারীর হাট থেকে তারাগঞ্জ উপজেলায় যোগাযোগের পাকা সড়কটি হুমকির মুখে পড়ে। বর্ষা আবার এসে যাওয়ায় নদীভাঙ্গন শুরু হলে ঈদগাঁ ময়দানসহ ফসলি ৫০ বিঘা জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। ওই কাজের তদারকিতে থাকা সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আতিকুল ইসলাম এলাকাবাসীর অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুস সহীদ বলেন ওই কাজের অনিয়মের কোন অভিযোগ পাইনি। তবে বাঁধ নির্মাণ সঠিকভাবে চলছে এবং আগামী ৩০ জুনের মধ্যে কাজ সমাপ্ত করা হবে। ভারতীয় সহকারী হাইকমিশনারের মন্দির পরিদর্শন নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ৩১ মে ॥ হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা ঐতিহাসিক বারো শিবালয় মন্দির বুধবার পরিদর্শন করলেন রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়। বারো শিবালয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার আগরওয়ালা জানান, মন্দিরে হামলা ও ভাংচুরের খবর পেয়ে তিনি সরেজমিনে পরিদর্শনে আসেন। ৪০ মিনিটব্যাপী আলোচনায় কমিটির সদস্যদের মধ্যে ভোলানাথ বাজলা, বিশ্বনাথ আগরওয়ালা প্রদীপ বাজলাসহ অন্য নেতৃবৃন্দ ভাংচুরের বিষয়ে সহকারী হাইকমিশনারকে অবহিত করেন। পরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে তিনি আলোচনা করেন।
×