ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

প্রকাশিত: ০৬:২৯, ১ জুন ২০১৭

এনএসআই কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ সন্তানকে ফেরত এবং নিজের ওপর নির্যাতনের বিচার দাবি করেছেন জাতীয় গোয়েন্দা সংস্থা-এনএসআই কর্মকর্তা সেলিম রহমানের স্ত্রী ফারজানা ইয়াসমীন। তার দাবি, বিয়ের পর থেকে সেলিম তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা দিতে না পারায় বিভিন্ন সময়ে তাকে মারধরসহ মানসিক নির্যাতন করত। বুধবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। লিখিত বক্তব্যে ফারজানা জানান, ২০০৯ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পরপরই তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে সেলিম। টাকা দিতে না পারায় প্রায় ৮ মাস তিনি শ্বশুরবাড়ি থেকে বের হতে পারেননি। এমনকি তার বাবার বাড়ির কাউকে শ্বশুরবাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি। তিনি জানান, তার সাড়ে ৫ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি সেলিম ও তার বাবা-মা মেয়েটি রেখে তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়। দীর্ঘদিন অপেক্ষা করেও এ বিষয়ে কোন আপোস রফা না হওয়ায় সম্প্রতি তার সন্তানকে ফেরত পেতে আদালতে একটি মামলা করেন। এছাড়া যৌতুক নিরোধ আইন এবং শ্বশুর-শাশুড়ি ও জা’য়ের বিরুদ্ধেও তিনি আদালতে অভিযোগ করেছেন। তিনি বলেন, এসব মামলা ও অভিযোগ করায় সেলিম আমাকে হত্যার হুমকি দিচ্ছে। যশোরে নতুন মায়ের কোলে লামিয়া স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুর উপজেলা হাসপাতালের ডাস্টবিন হতে উদ্ধারকৃত লামিয়া খাতুনকে নতুন মায়ের কোলে তুলে দেয়া হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে ওই শিশুকে এক দম্পতির হেফাজতে দেয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অতুল ম-লসহ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ওই দম্পতি হেফাজতে নেয়ার আগেই শিশুর নাম লামিয়া খাতুন ঠিক করা হয়। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলীপ রায় বলেন, রবিবার বিকেলে হাসপাতালের ডাস্টবিন থেকে নার্সরা শিশুটিকে উদ্ধার করে। এরপর শিশুকে দত্তক নিতে নিঃসন্তান অনেক দম্পতি আগ্রহ প্রকাশ করেন। পুরো বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অতুল ম-লকে অবহিত করা হয়। পরে শিশুর জন্য যাকে তিনি নির্ভরযোগ্য মনে করেছেন সকল আনুষ্ঠানিকতা শেষে ওই দম্পতির হেফাজতে দেয়া হয় শিশু লামিয়াকে। লামিয়ার নতুন মা-বাবা জানান, তাদের বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার হেলাই গ্রামে।
×