ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে সমাজচ্যুত চার পরিবার ॥ প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:২৩, ২৯ মে ২০১৭

সুনামগঞ্জে সমাজচ্যুত চার পরিবার ॥ প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ২৮ মে ॥ ছয় মাস ধরে সমাজচ্যুত চার পরিবার মানবেতর জীবনযাপন করছে। রবিবার সমাজচ্যুত জীবনযাপনের অবসান চেয়ে ওই চার পরিবার জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বেনু রায়, ফুকন রায়, পরিমল রায় (ছোট) প্রমুখ। মানববন্ধনে সমাজচ্যুত পরিবারগুলো জানায়, ইউপি নির্বাচনে জয়ী হওয়ার পর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার সুব্রত সরকার তাকে ভোট না দেয়া ও ভোটে তার বিরুদ্ধে থাকার কারণে শিশু ছেলে মেয়েসহ আমাদের চারটি পরিবারকে সমাজচ্যুত করে রেখেছেন। আমাদের স্থানীয় হাট-বাজারে কেনাকাটা করতে দেয়া হয় না, রাস্তাঘাট দিয়ে চলতে দেয়া হয় না, কেউ আমাদের সঙ্গে কথা বলে না, ছেলেমেয়েদের স্কুলে যেতে দেয়া হয় না, টিউবওয়েল থেকে পানি আনতে দেয়া হয় না ইত্যাদি অভিযোগ করে বলেন আমরা স্থানীয় গ্রাম উপজেলা সদরে এ মানববন্ধন করতে না পেরে জেলা শহীদ মিনারে করতে হয়েছে। জানা যায়, স্থানীয় ইউপি নির্বাচন কেন্দ্র করে পরিবার চারটি সমাজচ্যুত করে রেখেছেন স্থানীয় ইউপি মেম্বার সুব্রত সরকার। পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখলে অর্থ জরিমানাসহ বিভিন্নভাবে নাজেহাল হতে হয় এলাকার অন্য বাসিন্দাদের। তাদের সমাজচ্যুত করায় মন্দিরে পূজা-অর্চনা করতে দেয়া হয় না। শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের সংখ্যালঘু রায় সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে ঘটনাটি ঘটেছে। সুব্রত মেম্বার অত্যন্ত প্রভাবশালী হওয়ায় মিথ্যা মামলা হামলার ভয়ে কেউ মুখ খোলে না। নওগাঁয় রাতের আঁধারে বৈঠক করছেÑ এরা কারা? নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ মে ॥ এক সময়ের সর্বহারা ও পরবর্তীতে জেএমবি অধ্যুষিত নওগাঁর রানীনগর উপজেলার পূর্বাঞ্চলে বিশেষ করে বেলঘড়িয়া গ্রাম ও বাজার এলাকায় গভীর রাতে পিকনিকসহ গোপন বৈঠকে মিলিত হচ্ছে, ‘ওরা কারা’? এমন প্রশ্ন এখন এলাকার সর্বস্তরের মানুষের মুখে মুখে ফিরছে। শুক্রবার গভীর রাতে বেলঘড়িয়া বাজার সংলগ্ন স্থানীয় এমপি ইসরাফিল আলমের গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার চুরি ও পাশের গ্রাম বানিয়াপাড়ায় ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বেলঘড়িয়া বাজার কমিটির সভাপতি জনাব আলীসহ বেশ কয়েক দোকান মালিক জানান, কিছুদিন আগে এখানে একটি কীটনাশকের দোকানে চুরি হয়। এর পর থেকে থানার ওসির পরামর্শক্রমে রাত ৯টায় সকল দোকান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সেইসঙ্গে রাত সাড়ে ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ্যপ্রহরী নিয়োগ করা হয়। কিন্তু সম্প্রতি বেলঘড়িয়া ও গৌরদীঘি গ্রামের চিহ্নিত কয়েক ব্যক্তি গভীর রাতে এলাকার পুকুরপাড়সহ বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মাঝে মাঝেই মিলিত হচ্ছে। তারা সর্বহারা বা জেএমবিকে নতুন করে সংগঠিত করছে, নাকি এলাকায় চুরি-ডাকাতির পরিকল্পনা করছে, বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানানো হয়েছে।
×