ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের আরেক নেতার মৃত্যু ॥ ২০ বাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৬:২৯, ২৮ মে ২০১৭

আওয়ামী লীগের আরেক নেতার মৃত্যু ॥ ২০ বাড়ি ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৭ মে ॥ ইউপি নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। এ ঘটনায় লুটপাট ও ২০টি বাড়িঘর ভাংচুর হয়েছে। গত ২৩ মে নড়াইলের পেড়লী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবার পর থেকেই বিজয়ী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জারজিদ মোল্যা ও নৌকা সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে পেড়লীর মহসিন মোড় এলাকায় বিজয়ী প্রার্থীর সমর্থকেরা নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন ইকবালের সমর্থকদের ওপর হামলা চালায়। পরে নৌকার সমর্থকেরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোফাজ্জেল হোসেন, তার ছেলে সাদ্দাম ও ভাই শামীমসহ ১০ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের খুলনা ও ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে মোফাজ্জেল খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিজয়ী চেয়ারম্যান জারজিদ মোল্যার সমর্থকরা প্রতিপক্ষ আলমগীর মোল্যা, জাহাঙ্গীর মোল্যা, খোকন মোল্যা, রাসেল মোল্যা, শহীদুল ইসলামের বাড়িসহ কমপক্ষে ২০টি বাড়ি ভাংচুর ও লুটপাট করেছে। এদিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম। বদরুল পেড়লী গ্রামের কুটি মিয়া শেখের ছেলে। এ ঘটনার পর থেকে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গণি মিয়া নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ জেলা পরিষদ সদস্য এ্যাসোসিয়েশন গঠিত সম্প্রতি ঢাকায় ফেনী জেলা সমিতি অডিটরিয়ামে ময়মনসিংহ জেলা সমিতির সদস্য মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের সভাপতিত্বে জেলা পরিষদের সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনিুষ্ঠিত হয়। বাংলাদেশ জেলা পরিষদ সদস্য এ্যাসোসিয়েশন গঠন করা হয়। পরে ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম হানিফের সভাপতিত্বে সর্বসম্মতিতে ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনকে আহবায়ক, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকছেদ আলমকে ১নং যুগ্ম আহবায়ক ও ঢাকা জেলা পরিষদের সদস্য এস এম হানিফকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি
×