ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ালটন ফেডারেশন কাপ ফুটবল কোয়ার্টার ফাইনাল

আজ মুখোমুখি আবাহনী-ব্রাদার্স

প্রকাশিত: ০৬:২৩, ২৬ মে ২০১৭

আজ মুখোমুখি আবাহনী-ব্রাদার্স

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। তারপরই যবনিকাপাত ঘটবে মৌসুম-সূচক ফুটবল আসর ‘ওয়ালটন ফেডারেশন কাপে’র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আজ অনুষ্ঠিত হবে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড বনাম ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ম্যাচটি। ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী হচ্ছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন। ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স হচ্ছে ‘ডি’ গ্রুপের রানার্সআপ। এ আসরের দ্বিতীয় সর্বাধিক ১০ বারের শিরোপাধারী আবাহনী (সর্বশেষ চ্যাম্পিয়নও তারা) গ্রুপে ১-১ গোলে ড্র করে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে। এছাড়া ১-০ গোলে হারায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে। পক্ষান্তরে তিনবারের চ্যাম্পিয়ন ব্রাদার্স ১-১ গোলে ড্র করে টিম বিজেএমসির সঙ্গে। এছাড়া ড্র করে রহমতগঞ্জের সঙ্গেও (০-০)। মজার ব্যাপার- গত (২০১৬) ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালেও মুখোমুখি হয়েছিল আবাহনী-ব্রাদার্স। সেবার আবাহনী ব্রাদার্সকে হারিয়েছিল ২-১ গোলে। আরও বিস্ময়কর ব্যাপার- ওই ম্যাচটিও ছিল এবারের মতো তৃতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচ। দু’দল সর্বশেষ মুখোমুখি হয় প্রিমিয়ার লীগে। দু’বারের সাক্ষাতেই ম্যাচ ড্র হয় ১-১ এবং ০-০ গোলে। সেক্ষেত্রে আজ ম্যাচটি হবে ব্রাদার্সের জন্য প্রতিশোধ নেয়ার। আজকের ম্যাচ প্রসঙ্গে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আমরা এগুচ্ছি ম্যাচ বাই ম্যাচ। ব্রাদার্সের বিরুদ্ধে আমরা মাঠে নামব জয়ের লক্ষ্যেই। এটা নকআউট পর্বের ম্যাচ। কাজেই ভুল করার কোন অবকাশ নেই। দু’দলের জন্যই এটা হবে বাঁচা-মরার ম্যাচ। ব্রাদার্স খুবই ভাল দল। তবে মাঠে আমাদের প্রমাণ করতে হবে ওদের চেয়ে আমরাই সেরা।’ ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, ‘আমাদের লক্ষ্য আরও সামনের দিকে এগিয়ে যাওয়া। কোয়ার্টারে আমাদের প্রতিপক্ষ হিসেবে আবাহনী খেলবে। তারা নিঃসন্দেহে শক্তিশালী দল। নতুন মৌসুমে আমরা নতুন খেলোয়াড় ও কোচ নিয়েছি। দলের অধিকাংশ খেলোয়াড়ই তরুণ। তবে তারা যদি মাঠে নেমে গোলের প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই আবাহনীকে হারানো সম্ভব।’ এখন দেখার বিষয়, আজ আবাহনীকে হারিয়ে গত আসরের বদলা নিতে পারে কি না গোপীবাগের দল ব্রাদার্স।
×