ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির বিরুদ্ধে কাউন্সিলরের অভিনব প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ মে ২০১৭

দুর্নীতির বিরুদ্ধে কাউন্সিলরের অভিনব প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ পৌরসভার মেয়র ও বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সহকারী প্রকৌশলী বদি উজ্জামান ফারুকী জুয়েলের দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করেছেন ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম রমজান। সোমবার দুপুরে শহরের ব্যস্ততম এলাকা জেনারেল হাসপাতালের সামনের ট্রাফিক মোড়ে এ প্রতিবাদ কর্মসূচী পালন করেন তিনি। মেয়রের দুর্র্নীতি রোখার দাবিতে নিজের শরীরের সামনে ‘দিনাজপুর পৌর মেয়রের দুর্নীতি থামাবে কে?’ শরীরের পিঠের অংশে ‘প্রশাসন ও পৌরবাসী নীরব কেন?’ সেøাগান লিখে জাতীয় পতাকা হাতে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘণ্টা ধরে প্রখর রোদে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তিনি। এ সময় সংহতি প্রকাশ করে তার পাশে দাঁড়ান পথচারীসহ ভুক্তভোগীরা। মেয়র এবং সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুর্র্নীতি এবং অনিয়মের ফিরিস্তি তুলে ধরেন প্রতিবাদী ওয়ার্ড কাউন্সিল আশরাফুল আলম রমজান। তিনি জানান, আগামী দিনে অন্যান্য কাউন্সিলর এবং সাধারণ পৌরবাসীকে সঙ্গে নিয়ে দুর্র্নীতি এবং অনিয়ম বন্ধের জন্য প্রতিবাদী কর্মসূচী পালন করা হবে। উল্লেখ্য, এর আগেও দুর্নীতির অভিযোগে কাউন্সিলর আশরাফুল আলম রমজান মেয়র এবং প্রকৌশলীসহ হিসাব শাখার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। সাতক্ষীরায় ভয়াবহ লোডশেডিং ॥ প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভয়াবহ লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। জেলা নাগরিক কমিটির আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয় । মানববন্ধন শেষে স্মারকলিপি দেয়ার জন্য মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে যাওয়ার পথে পুলিশী বাধায় মিছিল প- হয়ে যায়। জেলা নাগরিক কমিটির সভাপতি আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীর ও সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মশিউর রহমান মশু, জেলা ওয়ার্কার্স পার্টির এ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, জেলা গণফোরাম সাধারণ সম্পাদক আলিনুর খান বাবুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভিন সেজুতি প্রমুখ। পটুয়াখালী নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী থেকে জানান, দক্ষিণাঞ্চলে বিদ্যুত সরবরাহে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দিন রাত মিলিয়ে গড়ে ৪/৫ ঘণ্টাও বিদ্যুত থাকছে না। দুর্বিষহ গরমে শিশু ও বৃদ্ধদের নানা রকম জটিলতায় অস্থির সাধারণ মানুষ। ব্যবসা-বাণিজ্য, কলকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। বিপর্যয় কাটিয়ে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হতে আরও ৩/৪ মাস সময় লাগবে বলে পটুয়াখালী পল্লী বিদ্যুত সমিতি সূত্রে জানা গেছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে যে পরিমাণ বিদ্যুত উৎপাদিত হয় তার পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম। এ কারণে কুমিল্লা ও ঢাকা অঞ্চলের দুটি ২৩০ কেভি লাইন থেকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে চাহিদা মোতাবেক বিদ্যুত সরবরাহ করা হতো। কিন্তু সাম্প্রতিক ঝড়ে ওই দুটি লাইনের ভৈরব নদী ক্রসিংয়ের টাওয়ারটি মারাতœক ক্ষতি হয়। যার ফলে ঢাকা ও কুমিল্লা থেকে এখন একটি লাইন দিয়ে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে। কচুয়ায় অবরোধ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর থেকে জানান, বিদ্যুতের টানা লোডশেডিংয়ের প্রতিবাদে তিনঘণ্টা সড়ক অবরোধ করেছে স্থানীয় জনগণ। সোমবার সকাল পৌনে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা-কচুয়া সড়কের রহিমানগর এলাকায় বিক্ষুব্ধ বিদ্যুত গ্রাহক সড়কে গাছের গুঁড়ি ফেলে রাস্তায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে।
×