ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:২৮, ২৩ মে ২০১৭

ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ রঙিন অভিষেক আর আন্তর্জাতিক ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাবে সারাবিশ্বকেই চমকে দিয়েছিলেন। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকে এ বছর এপ্রিল পর্যন্ত মুদ্রার উল্টোপিঠটাও দেখেছেন। ইনজুরির কারণে ৫ মাস মাঠের বাইরে থেকে ফিরে খেই হারিয়ে ফেলেছিলেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। অবশেষে যেন নিজের ভয়ঙ্কর ক্ষমতা আর নিজের আওতায় থাকা বিশেষ অস্ত্রগুলোর প্রয়োগের সামর্থ্য ফিরে পেয়েছেন আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝরিয়ে চারটি উইকেট শিকার করেন বাংলাদেশের এ বাঁহাতি পেস বিস্ময়। আর তারই স্বীকৃতি হিসেবে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন তিনি। ১৩ ধাপ টপকে উঠে এসেছেন ১৮ নম্বরে। কিন্তু অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেও বোলিংয়ে দুই ধাপ পিছিয়ে এখন ১০ নম্বরে সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ১৯ নম্বরে থেকে সেরা ওপেনার তামিম ইকবাল। তার সঙ্গী সৌম্য সরকার ৭ ধাপ এগিয়ে ২৭ নম্বরে। ত্রিদেশীয় সিরিজের আগ পর্যন্ত বেশ সমস্যার মধ্যেই ছিলেন মুস্তাফিজ। গত নবেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ড সফর দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন এ কাটার ও সেøায়ার মাস্টার। কিন্তু আগের সেই ধার দেখা যায়নি তার বোলিংয়ে। ওইসময় মুস্তাফিজ নিজেই বলছিলেন, ‘তিনি খেলার প্রতি মনোযোগ দিতে পারছেন না এবং ভাল করার ক্ষেত্রে আত্মবিশ্বাস একটুও খুঁজে পাচ্ছেন না। মনোবল পাচ্ছেন না।’ পরে এ বছর শ্রীলঙ্কা সফরেও তিনি বিন্দুমাত্র প্রভাব খাটাতে পারেননি, উল্টো ব্যাটসম্যানদের কাছে তুলোধুনো হয়েছেন অনিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে। আর সে কারণেই এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পুরো সময়ই তার সাইডবেঞ্চে বসে কাটাতে হয়েছে। শুধু একটি ম্যাচ খেলেছিলেন, কিন্তু একেবারেই নিয়ন্ত্রণহীন বোলিংয়ে উইকেটশূন্য থাকায় পরে আর সুযোগ পাননি একাদশে। ভেতরে ভেতরে সম্ভবত ফুঁসছিলেন তিনি। কারণ, গত মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছিলেন ‘দ্য ফিজ’ খ্যাতি পাওয়া এ বাঁহাতি পেসার। দুর্দান্ত বোলিং করে বিশ্বের বিধ্বংসী সব ব্যাটসম্যানকে রান করতে দেননি এবং শিকারও করেছিলেন। কিন্তু সেই মুস্তাফিজকে পাওয়া যায়নি। অনেকে বলছিলেন ফুরিয়ে গেছেন ফিজ। এবার তাই ত্রিদেশীয় সিরিজে কঠিন চ্যালেঞ্জ ছিল তার জন্য। সেই চ্যালেঞ্জে অবশ্য স্বাগতিক আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বোলিং করারই সুযোগ পাননি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায়। মুস্তাফিজকে পুরনো রূপে আবির্ভূত হতে দেখা গেছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তিনি। ৯ ওভারে একটি মেডেনসহ মাত্র ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট। হারানো আত্মবিশ্বাস ও ছন্দ দুটিই যেন এতে করে ফিরে পান। সেটারই ছাপ দেখা গেছে, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে। আইরিশ ব্যাটসম্যানরা দেখেছে তার ভয়াল রূপ। আর বিশ্বব্যাপী দীর্ঘদিন পর ২০১৫ সালে নবাগত তরুণ মুস্তাফিজকে আবার অবলোকন করেছে। এবার তিনি নিয়েছেন ৯ ওভারে দুটি মেডেনসহ ২৩ রান দিয়ে ৪ উইকেট। এ দুই ম্যাচের ৬ উইকেট তাকে আবারও পুরস্কৃত করেছে। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ারসেরা ১৮তম অবস্থানে উঠে এসেছেন মুস্তাফিজ। তবে দুই ধাপ পিছিয়ে সাকিব দশে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১৫ নম্বরে। ওয়ানডের সেরা ৫০-এর মধ্যে বাংলাদেশের আর কোন বোলার নেই। অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে সাকিব। তবে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে সৌম্য সরকারের। টানা দুটি অর্ধশতক হাঁকিয়ে তিনি ৭ ধাপ এগিয়ে এখন ২৭ নম্বরে। ৩ ধাপ উন্নতি হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদেরও। তিনি এখন ৪৬ নম্বরে। এখন পর্যন্ত বাংলাদেশের সেরা ব্যাটসম্যান বাঁহাতি ওপেনার তামিম। তিনি আছেন ১৯ নম্বরে। এরপরই আছে মুশফিকুর রহীম ২৩ নম্বরে। আর ২৯ নম্বরে আছেন সাকিব।
×