ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেশবপুরে ১০ রাজাকারসহ ৪৭ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল দাবি

প্রকাশিত: ০৫:২৭, ২২ মে ২০১৭

কেশবপুরে ১০ রাজাকারসহ ৪৭ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ কেশবপুর উপজেলায় ১০ জন ‘চিহ্নিত রাজাকার’র নাম মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছে। এ দশজনসহ মোট ৪৭ জন ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ সনদ বাতিলের দাবি উঠেছে। এই দাবিতে রবিবার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার ভারতীয় তালিকা ও লাল মুক্তিবার্তায় অন্তর্গত মুক্তিযোদ্ধাদের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ‘বিতর্কিত মুক্তিযোদ্ধা’ মৃত কামাল উদ্দীন আহমেদ ও ‘ভুয়া মুক্তিযুদ্ধকালীন কমান্ডার’ আনিছুর রহমান খানের প্রত্যক্ষ ভূমিকায় যাচাই-বাছাই নাটকের মাধ্যমে ২০০৫ সালের ২৪ নভেম্বর কেশবপুর উপজেলাতে চিহ্নিত রাজাকারসহ মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি এমন সব ব্যক্তির মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করেছে। এসব ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ২০০৯ সালের ২০ মে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তাদের ২০১২ সালের যাচাই-বাছাই কমিটি ডাকলেও হাজির হননি। এরপর ২০১৪ সালের ২৪ আগস্ট আবার অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দেয়া হয়। পরবর্তী সময়ে ২০১৬ সালে সারাদেশে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি ঘোষণা করা হয়। এরপর তারা ‘ভুয়া’ মুক্তিযোদ্ধারা যাচাই-বাছাই কার্যক্রম বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ‘ভুয়া মুক্তিযোদ্ধা’রা হলেনÑ মোঃ আবুল হোসেন, শেখ আতিয়ার রহমান, মৃত আবদুস সামাদ খান, আবু বক্কার সানা, আনসার আলী খান, ইব্রাহিম হোসেন গাজী, মৃত জবেদ আলী, মৃত মোমতাজ উদ্দিন বিশ্বাস, লুৎফর রহমান, মোঃ আক্তার আলী, মৃত জহির উদ্দিন, আবদুস সালাম শেখ, সিরাজুল ইসলাম, মৃত বিশ্বনাথ দাস, মোসলেম উদ্দিন, আলাউদ্দিন আহমেদ, মোসলেম আলী দফাদার, গাজী এরশাদ আলী, আবদুল মান্নান খান, শেখ তহিদুল ইসলাম, শেখ ফরিদ আহমেদ, গৌরপদ ঘোষ, নূর উদ্দীন মোড়ল, নির্মল কুমার রায়, এমদাদ হোসেন, মঈন খান, আবুল কাশেম খন্দকার, মৃত ওলিয়ার রহমান, মৃত জনাব আলী সরদার, আবদুল আজিজ খান, অসীত কুমার মোদক, ফজর আলী, মৃত বাবর আলী, নিত্যনন্দ দে, মোঃ লুৎফর রহমান, অলোক দে, অশোক কুমার ঘোষ, বাবর আলী গাজী, কাওছার আলী সরদার, আবদুল খালেক, লহ্মীকান্ত মালী, রাজেশ্বর মজুমদার, আবদুল মালেক, মোঃ আবদুল মজিদ, মৃত মিজানুর রহমান মন্টু, এস এম আবদুল করিম ও আবুল গাজী। এ সময় উপস্থিত ছিলেনÑ কেশবপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা আবদুর রহমান, আদিত্য কুমার দত্ত, লিয়াকত আলী, ফজলুর রহমান, আবদুস সাত্তার, আবদুল ফকির, শাহাবুদ্দিন, শামসুর রহমান, আবদুল লতিফ প্রমুখ।
×