ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

শিশু ও কলেজছাত্রসহ নিহত ৯

প্রকাশিত: ০৫:৪২, ২০ মে ২০১৭

শিশু ও কলেজছাত্রসহ নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় ভালুকায় লরিচালক ও হেলপার, রায়গঞ্জে শিশু, মুন্সীগঞ্জে বাসযাত্রী, ময়মনসিংহে বাসের হেলপার, বগুড়ায় কলেজছাত্র, রূপগঞ্জে পথচারী, চট্টগ্রামে আরোহী ও বাঁশখালীতে গৃহবধু নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : ভালুকা, ময়মনসিংহ ॥ বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার সময় ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের বাঘরাপাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টারের (লরি) সংঘর্ষে লরির ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ভালুকাগামী ট্রাক্টারকে (লরি) ঈশ^রগঞ্জগামী নাবিহা পরিবহনের বাস পেছন থেকে ধাক্কা দিলে লরিটি ফোরলেন সড়কের মাঝখানে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই লরির হেলপার মাহফুজুর রহমান নিহত হন। নিহত মাহফুজুর রহমান ভালুকা উপজেলার ভা-াব গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আহত লরিচালক আনসারুল ইসলামকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। লরিচালক গফরগাঁও উপজেলার বারৈল গ্রামের মৃত জহুর আলীর ছেলে। সিরাজগঞ্জ ॥ শুক্রবার বিকেলে জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া-চান্দাইকোনা আঞ্চলিক সড়কে শিমলা সাহাপাড়ায় প্রাইভেট কার চাপায় অপরূপা সাহা (৭) নামের ২য় শ্রেণীর ছাত্রী নিহত হয়েছে। নিহত অপরূপা সাহা শিমলা সাহা পাড়া গ্রামের তপন কুমার সাহার মেয়ে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, শিশু অপরূপা বাড়ির পাশের জমি থেকে খড় নিয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। এলাকাবাসী ও স্বজনেরা তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও চার বাসযাত্রী। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকাগামী আল মামুন ক্লাসিক পরিবহন ও মাওয়াগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী মান্নান শিকদার (২০) নিহত হয়। সে বাগের হাট জেলার কচুয়া থানার বক্তার কাঠি গ্রামের জহুর শিকদারের ছেলে। আহত চার যাত্রীকে ঢাকা মিটফোর্ট হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত দুর্ঘটনা স্থলের দু’পাশে পাঁচ কি.মি. দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় যাত্রীরা পড়ে চরম দুর্ভোগে। ময়মনসিংহ ॥ নান্দাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলেই মারা গেছে সবুজ মিয়া নামে বাসের হেলপার। শুক্রবার দুপুরে ময়মনসিংহ নান্দাইল তাড়াইল সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটি কিশোরগঞ্জের তাড়াইল থেকে ঢাকা যাচ্ছিল। একই দিকে অপর ২টি বাসকে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় আহত হয় অন্তত ১৫ যাত্রী। এদের মধ্যে গুরুতর পাঁচ জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বগুড়া ॥ শুক্রবার সকালে বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের গোকুল এলাকায় সড়ক দুর্ঘটনায় শান্ত (১৮) নামে কলেজ ছাত্র নিহত হয়েছে। তার বাড়ি শহরের আটাপাড়া এলাকায়। এ ঘটনায় আরো ২ জন আহত হয়। পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে শান্ত তার কয়েক বন্ধুসহ মোটরসাইকেলে মোকামতলার দিকে যাচ্ছিল। পথে কাভার্ড ভ্যান ও হিউম্যান হলারের সঙ্গে তাদের মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শান্ত নিহত হয়। আহত অপর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কায় শাহজালাল (৪৫) নামে পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালকসহ অপর আরোহী গুরুতর আহত হয়। শুক্রবার দুপুরে ভুলতা-মুড়াপাড়া সড়কের পাড়াগাঁও এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত শাহজালাল পাড়াগাঁও এলাকার মৃত ওহাব আলীর ছেলে। এছাড়া আহতরা হলেন, মোটরসাইকেল চালক মোরসালিন ও মোজাহিদুল ইসলাম। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম ॥ নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম রিমন (২৫)। তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টেটং পশ্চিম সোনাইছড়ির ফৌজিয়াপাড়ার আবদুল ওয়াদুদের ছেলে। চাকরি করতেন বেসরকারী প্রতিষ্ঠানে। তিনি এবং অন্য দুজন মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে পেকুয়ায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় ট্রাকের ধাক্কায় তারা তিনজনই গুরুতর আহত হন। বাঁশখালী ॥ কালীপুর ইউনিয়নের নাহার কমিউনিটি সেন্টারসংলগ্ন কলঘর এলাকার প্রধান সড়কে দুর্ঘটনায় গৃহবধূ অঞ্জনা সরকার (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি কালীপুর ২নং ওয়ার্ডের পুলক সরকারের স্ত্রী বলে জানা যায়। ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড পালেগ্রামে বাবার বাড়িতে যাওয়ার পথে পিকআপভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। নিহতের স্বামী পুলক সরকার বিদেশে থাকেন।
×