ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঠিকাদার কেটে ফেলেছে কেবল

সৈয়দপুরে ৭ মাস অচল চার শ’ ল্যান্ডফোন

প্রকাশিত: ০৫:৪০, ২০ মে ২০১৭

সৈয়দপুরে ৭ মাস অচল চার শ’ ল্যান্ডফোন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রায় ৭ মাসেরও বেশি সৈয়দপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) চার শতাধিক গ্রাহকের টেলিফোন সংযাগ অকেজো হয়ে আছে। সৈয়দপুর পৌরসভার সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ করতে গিয়ে বিটিসিএলের ভূ-গর্ভস্থ কেবল কেটে ফেলে ঠিকাদার। এতে করে টেলিফোন সংযোগ বিকল্প হয়ে পড়ে রয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগীরা সাংবাদিকদের এ অভিযোগ করে বলেন টেলিফোনের লাইন অচল অথচ প্রতিমাসে সর্বনি¤œ টেলিফোন বিলটি প্রদান করতে হচ্ছে। সূত্র মতে, নবেম্বরে সৈয়দপুর পৌরসভার সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ কাজে ব্যয় বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১৭ কোটি টাকা। এ প্রকল্প কাজ ২৫ মাসে মেয়াদের মধ্যে শেষ করার কথা। স্থানীয় নাদের এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজটি করছে। সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত ওই সড়কে কাজ করতে গিয়ে একে এক বিটিসিএলের বিপুল পরিমাণ মূল্যবান কেবল কেটে ফেলেছে। এরপর সর্বশেষ গত ২৩ এপ্রিল শহরের পাঁচমাথা মোড়ে বিটিসিএলের মূল্যবান বিভিন্ন পেয়ারের (জোড়া) ভূ-গর্ভস্থ কেবল কেটে টুকরা টুকরা করে দেয়। মূলত সেখানে এক্সেভেটর দিয়ে ড্রেন খননের কারণে বিটিসিএলের মূল্যবান কেবল একেবারে টুকরা টুকরা হয়ে অকেজো হয়ে পড়ে। আর কেবল কেটে ফেলার কারণে বর্তমানে সৈয়দপুর সেনানিবাস, বিমানবন্দর ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৪শ’ টেলিফোন সংযোগ অকেজো হয়ে পড়ে আছে। বিটিসিএলের সৈয়দপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী আব্দুল হান্নান জানান, পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণ কাজে তাদের ২২ লাখ ৬৬ হাজার ৯৯ টাকার দামী কেবল কেটে ফেলা হয়েছে। তিনি বলেন বিটিসিএলের রংপুর বিভাগীয় প্রকৌশলী (টেলিকম) তাজুল ইসলাম এবং আমি নিজেই টেলিফোন সংযোগের ভূ-গর্ভস্থ কেবল পুনঃস্থাপনের জন্য প্রকল্প কাজের বাস্তবায়নকারী সংস্থার কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সৈয়দপুর পৌর মেয়র বরাবরে দুই দফায় পত্র দেই। কিন্তু কর্তৃপক্ষ তাতে কোন প্রকার সাড়া দিচ্ছে না। তাছাড়া বিটিসিএলের দফতরে কোন কেবল মজুদ নেই তা দিয়ে দ্রুত সময়ে মধ্যে অচল টেলিফোন সংযোগ চালু করবে। এতে করে সৈয়দপুর শহরের অকেজো ৪শ’ টেলিফোন সংযোগ সচল করা নিয়ে চরম অনিশ্চিয়তা দেখা দিয়েছে। কবে নাগাদ বিচ্ছিন্ন টেলিফোন সংযোগগুলো চালু হবে তা সঠিকভাবে বলতে পারেননি ওই কর্মকর্তা।
×