ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কমপ্যাক্টের সভা

ইপিজেড আইন সংশোধনে সময় পেল বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৩২, ১৯ মে ২০১৭

ইপিজেড আইন সংশোধনে সময় পেল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ তৈরি পোশাকশিল্পে শ্রমিকের স্বার্থ সুরক্ষায় যৌথ দর-কষাকষির অভিন্ন অধিকার চালু করতে দেশের ইপিজেডগুলোতে এ-সংক্রান্ত খসড়া আইন সংশোধনে বাড়তি সময় পেল বাংলাদেশ। তবে ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালুর বিষয়ে আগামী দু-তিন সপ্তাহে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় ইইউসহ উন্নয়ন অংশীদাররা। বাংলাদেশের পোশাক খাত বিষয়ে বহুপক্ষীয় কমপ্যাক্টের তৃতীয় পর্যালোচনা সভায় বৃহস্পতিবার আইএলও শ্রম অধিকার সুরক্ষা নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ নিয়ে বিশেষ অনুচ্ছেদের বিষয়টি গুরুত্ব পেয়েছে। গত জুনে আইএলও সম্মেলনে ওই অনুচ্ছেদ যুক্ত হওয়ায় ইইউ জোটের বাজারে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা অব্যাহত রাখা নিয়ে প্রশ্ন তুলছে। আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতে যে অগ্রগতি হয়েছে, আশা করি জিএসপি নিয়ে কোন সমস্যা হবে না।’ কমপ্যাক্টের একাধিক কর্ম অধিবেশন এবং বিভিন্ন পর্যায়ের আলোচনায় ঘুরেফিরে শ্রমিক অধিকার, বিশেষ করে আইএলওর অনুচ্ছেদটি বিশেষ গুরুত্ব পেয়েছে। এ ছাড়া কারখানার কাঠামোগত সংস্কারবিষয়ক ইউরোপীয় উদ্যোগ এ্যাকর্ড ও শ্রমিক নিরাপত্তাবিষয়ক মার্কিন উদ্যোগ এ্যালায়েন্সের মেয়াদ পূর্তি শেষে নতুন করে যুক্ত রাখার প্রসঙ্গটি ঘুরেফিরে এসেছে।
×