ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্ডিয়াকাস্টের ১১ চ্যানেলের ডিস্ট্রিবিউটর ‘জাদু ভিশন’

প্রকাশিত: ০৩:৫১, ১৮ মে ২০১৭

ইন্ডিয়াকাস্টের ১১ চ্যানেলের ডিস্ট্রিবিউটর ‘জাদু ভিশন’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশে এমটিভি, কালারস, ভিএইচ১-সহ এগারটি চ্যানেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হলো ‘জাদু ভিশন’। সম্প্রতি গুলশানের একটি রেস্তরাঁয় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘জাদু ভিশন লিমিটেড’ ও ‘ইন্ডিয়াকাস্ট মিডিয়া ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড’ একসঙ্গে কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসভিপি-ইন্টারন্যাশনাল বিজনেস (এপিএসি) ও ইন্ডিয়াকাস্ট মিডিয়া ডিস্ট্রিবিউশন লিমিটেডের হেড অফ কন্টেন্ট সেলস দেবকুমার দাসগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন জাদু ভিশন ও ইন্ডিয়াকাস্টের উর্ধতন কর্মকর্তারা। জাদু ভিশন লিমিটেড, মোহাম্মদী গ্রুপের একটি কোম্পানি যা একটি কেবল টিভি অপারেটর হিসেবে ২০০৭ সালে কাজ শুরু করে। তারা বাংলাদেশে ৩০টিরও বেশি চ্যানেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর। অন্যদিকে ‘ইন্ডিয়াকাস্ট মিডিয়া ডিস্ট্রিবিউশন লিমিটেড হলো ‘টিভি১৮ ব্রডকাস্ট লিমিটেড’ ও ‘ভায়াকম১৮ মিডিয়া লিমিটেডের একটি জয়েন্ট ভেনচার। জাদু ভিশন লিমিটেডের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরশিপ পাওয়া চ্যানেলগুলো হলো এমটিভি, কালারস, কালারস বাংলা, হিস্টোরি, ভিএইচ১, নিক, নিক জুনিয়র, নিকেলেডন সনিক, রিশতে, কমেডি সেন্ট্রাল এবং এফওয়াইআই। এই সব চ্যানেলের সম্প্রচার বা অন্য কোন তথ্যের জন্য কেবল অপারেটরদের, রুবেল সরকার, সিনিয়র ম্যানেজার, ০১৭৩০ ৩৪৪৪৩৩ এই নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
×