ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এএফসি কাপ

মালদ্বীপে মাজিয়ার মুখোমুখি আজ ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৬:২১, ১৭ মে ২০১৭

মালদ্বীপে মাজিয়ার মুখোমুখি আজ ঢাকা আবাহনী

রুমেল খান ॥ হারতে হারতে পিঠ ঠেকে গিয়েছিল দেয়ালে। আত্মবিশ^াস নেমে গিয়েছিল তলানিতে। ওপরে ওঠার সম্ভাবনার ঘটেছিল অপমৃত্যু। যখন ঘটলো আশার সলিল সমাধি, তারপরই এক ম্যাচে এলো অভাবনীয় জয়। বেড়ে গেল আত্মবিশ^াস। সেই ‘বর্ধিত’ আত্মবিশ^াস নিয়েই এএফসি কাপে আজ ‘এ্যাওয়ে’ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশের ফুটবল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। মালে জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ম্যাচটি আবাহনীর জন্য হতে পারে প্রতিশোধেরও। কেননা গত ১৪ মার্চ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম ম্যাচে মাজিয়ার কাছে ০-২ গোলে হেরেছিল তারা। যদিও তাদের খেলতে হবে স্বাগতিকদের মাঠে যেখানে পরিবেশ, মাঠ এবং দর্শক সবই থাকবে তাদের প্রতিকূলে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছে ফেডারেশন কাপ। তবে ঘরোয়া ফুটবল নয়। আজ ঢাকা আবাহনীর প্রতিশোধের ম্যাচ এএফসি কাপে। আবাহনীর অধিনায়ক ডিফেন্ডার মামুন মিয়া বলেন, ‘ব্যাঙ্গালুরুর সঙ্গে যে খেলা খেলেছি এমনটা খেলতে পারলে এই ম্যাচে জয় সম্ভব। আগের তিন ম্যাচ হেরেছিলাম। তবে গত ম্যাচে জয়ে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আশা করছি এই ম্যাচেও ভাল কোন ফল করতে পারব।’ উল্লেখ্য, গত ৩ মে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ভারতের ব্যাঙ্গালুরু এফসিকে দুর্দান্ত খেলে এবং দশজন নিয়ে খেলে ২-০ গোলে হারিয়েছিল আবাহনী। এ আসরে গ্রুপ চ্যাম্পিয়ন বা গ্রুপ রানার্সআপ হওয়ার স্বপ্ন আগেই শেষ আবাহনীর। এখনও বাকি আছে আরও দুই ম্যাচ খেলা। ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’রা সোমবার রাতে বিমানযোগে মালদ্বীপ পৌঁছে। যদিও চোট সমস্যার কারণে দলের সঙ্গে মালে যেতে পারেননি ফরোয়ার্ড সোহেল রানা। এছাড়া সর্বশেষ ম্যাচে লালকার্ড পাওয়াতে ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরীও যেতে পারেননি। আগের এ্যাওয়ে ম্যাচে না খেললেও এই ম্যাচে আমাদের ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ খেলবেন। তার ভিসাজনিত সমস্যা কেটে গেছে। এ পর্যন্ত ‘ই’ গ্রুপে নিজেদের ৪টি ম্যাচের মধ্যে ৩টিতেই হেরেছে আবাহনী। জিতেছে ১টিতে। পয়েন্ট ৩। বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা এই গ্রুপে আছে চার দলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। পক্ষান্তরে শীর্ষে থাকা ব্যাঙ্গালুরু নেমে গেছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। মালদ্বীপের মাজিয়ারও ব্যাঙ্গালুরুর মতো সমান ম্যাচে সমান পয়েন্ট। তবে গোলগড়ে এগিয়ে থাকায় মাজিয়াই এখন শীর্ষে (মাজিয়ার +৫, ব্যাঙ্গালুরু +২)। এছাড়া ভারতের মোহনবাগান এ্যাথলেটিক ক্লাবেরও পরবর্তী পর্বে যাওয়ার আশা শেষ আবাহনীর মতো। ৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। গোলগড়ে এগিয়ে থাকায় তারা ঢাকা আবাহনীর ওপরে (মোহনবাগানÑ৩, আবাহনী-৪)। গত মৌসুমের লীগ শিরোপা জেতার পর থেকেই নানা কারণে বিপর্যস্ত অবস্থায় আছে আবাহনী শিবির। দলের অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান চুক্তির মেয়াদ শেষেই চলে যান। ইংলিশ মিডফিল্ডার লি টাক অন্য একটি দেশের লীগে খেলতে দল ছাড়েন। নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ইনজুরিতে পড়েন। এছাড়া দলের পাঁচ ফুটবলারকে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি দিয়ে তাদের হারায়। সেই ধাক্কা তারা যে এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি, সেটা বোঝা গেছে চলমান ফেডারেশন কাপে আবাহনী যখন গ্রুপ ম্যাচে ১-১ গোলে ড্র করে নবাগত সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে। ২০১৫-১৬ মৌসুমে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে (ওই সময় লীগ শেষ না হওয়াতে বাফুফে আবাহনীর নাম এন্ট্রি করায় ফেডারেশন কাপের শিরোপাধারী হিসেবে) এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আয়োজনে ‘এএফসি কাপ’-এ খেলার যোগ্যতা অর্জন করে আবাহনী। এএফসি এশিয়ার প্রত্যেক দেশের প্রতিবছরের লীগ শিরোপাধারীদের সমন্বয়ে এই আন্তর্জাতিক ফুটবল আসর আয়োজন করে থাকে। ২০১১-১২ মৌসুমের পর এ আসরে আবারও খেলছে আবাহনী। প্রতিটি দল মোট ৬টি করে ম্যাচ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে একাধিক ক্লাবের পয়েন্ট সমান হলে বাইলজ অনুযায়ী দলের অবস্থান অনুক্রম নির্ধারণ করা হবে। ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ইন্টার জোনাল সেমিফাইনালে উন্নীত হবে। সেখানে খেলা হবে নকআউট ভিত্তিতে। এবারের প্রতিযোগিতায় গ্রুপ পর্বে এশিয়ার ৩৬ লীগ শিরোপাধারী দলকে ৯টি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে আছে ৪টি করে দল। এই দলগুলোকে আবার ৫টি অঞ্চলে ভাগ করা হয়েছে। এগুলো হলোÑ পশ্চিম, মধ্যম, দক্ষিণ, পূর্ব ও আসিয়ান অঞ্চল। পশ্চিম ও আসিয়ান অঞ্চলের মধ্যে ৬টি গ্রুপসহ মধ্যম, দক্ষিণ ও পূর্ব অঞ্চলে ১টি করে ৩টি নিয়ে মোট ৯টি গ্রুপ। দক্ষিণ অঞ্চলের ‘ই’ গ্রুপে পড়েছে আবাহনী।
×