ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গৃহায়ণ কর্তৃপক্ষের সুনাম নষ্ট, প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

প্রকাশিত: ০৫:৪৮, ১৭ মে ২০১৭

গৃহায়ণ কর্তৃপক্ষের সুনাম নষ্ট, প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সুনাম নষ্ট করার অভিযোগ উঠেছে এক প্রকৌশলীর বিরুদ্ধে। ওই প্রকৌশলীর বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। এ সংক্রান্ত অভিযোগ গ্রহণ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী, সচিব ও চেয়ারম্যান ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিস। গণপূর্ত অধিদফতরের ভবন ও অবকাঠামো নির্মাণের প্রথম শ্রেণী ও বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে দাখিলকৃত ওই অভিযোগপত্রে আরও বলা হয়েছে, গণপূর্ত ও গৃহায়ণ কর্তৃপক্ষের স্বপ্ন নগরের ১১টি গ্রুপের ৮শ’ কোটি টাকার নির্মাণ প্রকল্প নূর ট্রেডার্স ও বিশ্বাস বিল্ডার্সসহ নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠানকে ভুয়া কাগজপত্র দিয়ে কাজ দেয়ার প্রক্রিয়া চলছে। তারই অংশ হিসেবে ভুয়া কার্যাদেশ, সনদপত্র ও টার্নওভার তৈরি করে তা ভুয়া প্রতিষ্ঠানের কাগজপত্রের সঙ্গে দাখিল করা হয়েছে। এসব ভুয়া কাগজপত্রে ব্যবহৃত সিল, স্বাক্ষর সবই নকল। পুরোপুরি ভুয়া কাগজপত্র সংবলিত দরপত্র মূল্যায়ন কমিটির কাছে উপস্থাপন করার প্রস্তুতি চলছে। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য প্রকৌশলী ফজলুল কবির এমন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। তিনি ইতোপূর্বে মিরপুর গৃহায়ণ কর্তৃপক্ষের অধীনে স্বপ্ননগর প্রকল্পে নূর হোসেন ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানকে ভুয়া কাগজ দিয়ে প্রায় ৫৭ কোটি টাকার কাজ পাইয়ে দিয়েছেন। এছাড়া খাদ্য গুদাম তৈরি প্রকল্পের সঙ্গে জড়িত থাকার সময় তিনি তালিকাবিহীন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে খাদ্য গুদাম তৈরির কাজ পাইয়ে দিয়েছিলেন। দাখিল করা ওই অভিযোগপত্রে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সুনাম, সুখ্যাতি, মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখার স্বার্থে এ ধরনের অসৎ, দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে প্রকৌশলী ফজলুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
×