ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ান ব্যাংকের বোনাস বিওতে জমা

প্রকাশিত: ০৩:৪৫, ১৭ মে ২০১৭

ওয়ান ব্যাংকের বোনাস বিওতে জমা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি এ্যাকাউন্ট বা বিও হিসাবে জমা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মঙ্গলবার এ কোম্পানির লভ্যাংশের শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। প্রসঙ্গত, গত ৩০ মার্চ কোম্পানির পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৩ শতাংশ নগদ, আর ১০ শতাংশ বোনাস। আলোচ্য সময়ে এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ১০ পয়সা। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৯৫ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার এজিএমের তারিখ পরিবর্তন করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স অনিবার্য কারণবশত বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের লিমিটেড। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত তা পরিবর্তন করে ১১ জুন নির্ধারণ করা হয়। কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তন থাকবে। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ২ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×