ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন পাওয়ার প্লান্টের অনুমোদন পেল ডরিন

প্রকাশিত: ০৩:৪৪, ১৭ মে ২০১৭

নতুন পাওয়ার প্লান্টের অনুমোদন পেল ডরিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ১১৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্লান্ট নির্মাণের অনুমতি পেয়েছে ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি) প্রকল্প ঘোষণাপত্র প্রদান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের এ প্রতিষ্ঠানটি। কোম্পানিটির এই প্রকল্পটি চাঁদপুরে স্থাপন করা হবে। ১১৫ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্লান্টের এই হেভি ফুয়েল অয়েল (এইচএফও) জালানি বিদ্যুত উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর জন্য বিপিডিবির সঙ্গে ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেড এবং ডরিন পাওয়ার হাউস এ্যান্ড টেকনোলজিস লিমিটেড চুক্তি সম্পন্ন করেছে। জানা গেছে, এই প্রকল্পে ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪০ শতাংশ ডরিন পাওয়ার হাউস এ্যান্ড টেকনোলজিস লিমিটেডের। সূত্র জানায়, বিপিডিবি’র সঙ্গে বিদ্যুত ক্রয় চুক্তির (পিপিএ) ১৮ মাসের মধ্যে কোম্পানিটি বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে। যার মেয়াদ হবে ১৫ বছর। অর্থাৎ প্লান্ট নির্মাণের পর ১৫ বছর পর্যন্ত এই কেন্দ্র থেকে বিদ্যুত কিনবে সরকার। যার প্রতি ইউনিট ৭ টাকা ৯২ পয়সা দরে কিনবে।
×